Kalighat MS FC: জামশেদপুর এফসিকে হারিয়ে জয়ের সরণীতে কালীঘাট

ইন্ডিয়ান সুপার লিগ কিংবা আই লিগের থেকে আরএফডিএল অনেকটাই আলাদা। এখানে আগামী দিনের তারকা তৈরি হয়। তাই বড় দল মানেই যে নিশ্চিত জয়, এই অংক…

Kalighat MS FC, Jamshedpur FC, Winning Streak

ইন্ডিয়ান সুপার লিগ কিংবা আই লিগের থেকে আরএফডিএল অনেকটাই আলাদা। এখানে আগামী দিনের তারকা তৈরি হয়। তাই বড় দল মানেই যে নিশ্চিত জয়, এই অংক আরএফডিএল-এর ক্ষেত্রে খাটে না।

ইউনাইটেড স্পোর্টস, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমির পর কালীঘাট এমএসের (Kalighat MS FC) জুনিয়র দল আরএফডিএল-এ নিজেদের উপস্থিতির জানান দিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাবের জুনিয়র দলকে হারিয়েছে কালীঘাট।

   

জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে কালীঘাটের তরুণ দল। গোল দু’টি করেছেন যথাক্রমে রাজেশ রাজভর এবং কৈলাশ রাম। গোলের পিছনে দুই ফুটবলারের মুন্সিয়ানা রয়েছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচের আগে অ্যাডামাসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল কালীঘাট।

সিনিয়র ফুটবল হয়তো অ্যাডামাসের নাম খুব একটা শোনা যাবে না। কিন্তু গ্রাসরুট ফুটবলে ভালো কাজ করছে অ্যাডামাস ফুটবল অ্যাকাডেমি। সম্প্রতি তারা মোহনবাগান সুপার জায়ান্টকে আরএফডিএল টুর্নামেন্টে হারিয়েছে ২-১ গোলে। ফলত বোঝাই যাচ্ছে এই প্রতিযোগিতায় অ্যাডামাস খুব একটা সহজ প্রতিপক্ষ নয়। তাদের বিরুদ্ধে আয়োজিত ম্যাচ থেকে পয়েন্ট আদায় করতে পেরেছিল কালীঘাট।

আরএফডিএল টুর্নামেন্টের শুরুটা কালীঘাটের জন্য খুব একটা ভালো ছিল না। মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হেরে শুরু করেছিল টুর্নামেন্ট। তারপর ড্র, এবার এসেছে জয়।