Kolkata: ৩ বাই ৪ ফুট ঘর থেকে পথ চলা শুরু করেছিল ঐতিহ্যবাহী এই ক্লাব

Kalighat Milan Sangha of Kolkata

কলকাতা (Kolkata) ময়দানের আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে ইতিহাস। বিদেশি শাসনের বিরুদ্ধে, নিজেদের অধিকার বুঝে নিতে বারেবারে ক্রীড়াঙ্গন পরিণত হয়েছে রণাঙ্গনে। কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা। যার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। এই তিন ক্লাবের বাইরেও তিলোত্তমায় এমন অনেক ক্লাব রয়েছে যাদের পথ চলা শুরু হয়েছে স্বাধীনতার অনেক আগে থেকে। যার মধ্যে অন্যতম কালীঘাট মিলন সংঘ (Kalighat Milon Sangh)।

আগস্ট মাসের প্রথম দিন ইস্টবেঙ্গল দিবস। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। উইশ বাইট, প্রচুর ছবি লেখা। ১ আগস্ট আরও একটা ক্লাবের জম্মদিন। সেটা কালীঘাট মিলন সংঘ। ৮০ বছরে পা দিতে চলেছে এই ক্লাব। ক্লাবের জন্মদিনে কেক কাটা হয়েছে এক প্রকার নিঃশব্দে। নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ক্লাবের ইতিহাস সংক্ষিপ্ত আকারে পোস্ট করা হয়েছে। ক্লাব কর্তারা ধন্যবাদ জানিয়েছেন কালীঘাট মিলন সংঘের অনুগামীদের।

   

ফেসবুকে পোস্ট করা ক্লাবের সেই সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল পাঠকদের সুবিধার্থে:-
১৯৪৪ সালের ১ লা আগস্ট আমাদের সভাপতি শ্রী অজিত ব্যানার্জী ও আমাদের সচিব সমীর ব্যানার্জীর পিতা, শ্রী প্রমিলেশ্বর ব্যানার্জী একটি ৩ ফুট দৈর্ঘ্যের ও ৪ ফুট প্রস্তর একটি ঘরে প্রতিষ্ঠা করেন এই কালীঘাট মিলন সংঘর। বিগত ৮০ বছরে এই ক্লাব এলেন কাপ থেকে শুরু করে বর্তমানে প্রিমিয়ার ডিভিশনে খেলছে তথা ভ্যলি বল, জিম্নস্টিকস ও বাস্কেট বলেও নিজের দাপট জমিয়েছে।

এ ছাড়াও মানুষ ও যুব দের কল্যাণের জন্য একটি যুব কম্পিউটার সেন্টার খুলেছে, ও বিভিন্ন সমাজসেবী কর্মে অগ্রসর হয়েছে। বিগত ৮০ বছরে আমাদের ক্লাব বিভিন্ন বাধা ও বিপত্তির সম্মুখীন হয়েছে যেটা আমরা আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা ও সমর্থন ছাড়া পেরিয়ে উঠতে পারতাম না। তাই এই প্রতিষ্ঠা দিবসে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আমাদের পাশে থাকার জন্যে ধন্যবাদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন