‘বাংলা’র ক্লাবের হয়ে খেলবেন কিংবদন্তি ব্রাজিলিয়ান কাকার ভাই

Higor Leite

এবারের ট্রান্সফার উইন্ডোতে চমকের পর চমক অপেক্ষা করে ছিল। দুই বাংলার ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। এবার বঙ্গ ভূমে খেলতে দেখা যাবে ব্যালন ডি ওর জয়ী ব্রাজিলিয়ান কাকার (Brazilian football legend Kaká ) ভাইকে। বাংলাদেশের ক্লাব শেষ জামাল ধানমন্ডি নিশ্চিত করেছেন খুড়তুতো ভাইকে।

বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। কাকার ভাই খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে। ব্রাজিলের কিংবদন্তি কাকার এই খুড়তুতো ভাইয়ের নাম হিগোর লেইতে। বিশ্ব ফুটবলের একাধিক নামকরা ফুটবলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে লেইতের। কাকার মতো তিনিও খেলেন মাঝমাঠে। ক্লাব কেরিয়ারে জিতেছেন একাধিক খেতাব। যদিও ব্রাজিলের জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ হয়নি ৩০ বছর বয়সী এই ফুটবলারের।

   

বেশিরভাগ ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেছেন হিগোর লেইতে। ব্রাজিলের অন্যতম নাম করা ক্লাব ফ্লুমিনেসের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত যুক্ত ছিলেন তিনি। এই ক্লাবের হয়ে জিতেছেন ব্রাজিলের সর্বোচ্চ ক্লাব ফুটবলের শিরোপা। ফ্লুমিনেসের হয়ে খেলার সময় সতীর্থ হিসেবে পেয়েছিলেন রোনালদিনহোকে।

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শেখ জামাল ধানমন্ডির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বাকি অফিসিয়াল কাজ তিনি সম্পন্ন করবেন বাংলাদেশে এসে। নতুন ক্লাবে চুক্তির প্রসঙ্গে লেইতে বলেছেন, “আমি নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এর আগেও ব্রাজিলের বাইরে খেলেছি। এবার খেলবো বাংলাদেশে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন