কাফা কাপের দল ঘোষণা করেই হুঙ্কার, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আত্মবিশ্বাসী জামিল

২৯ আগস্ট থেকে শুরু হতে চলেছে কাফা (Kafa Cup) নেশনস কাপ ২০২৫। প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। কারণ এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ফুটবলে…

Kafa Cup

২৯ আগস্ট থেকে শুরু হতে চলেছে কাফা (Kafa Cup) নেশনস কাপ ২০২৫। প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। কারণ এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ভারতীয় ফুটবল দল। প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে কোচ খালিদ জামিলকে (Khalid Jamil)। তাঁর অধীনে এই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নামছে ‘ব্লু টাইগার্স’রা।

ভারতীয় দলের শিবির শুরু হয়েছিল ১৫ আগস্ট, বেঙ্গালুরুতে। দশ দিন ধরে কঠোর অনুশীলনের পর সোমবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল ভারতের ২৩ সদস্যের চূড়ান্ত দল। এই উপলক্ষ্যে বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে খালিদ জামিলকে পরিচয় করিয়ে দেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে, সহ-সভাপতি এন এ হ্যারিস এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যানারায়ণ।

   

২০২৫ কাফা কাপের গ্রুপ বি’তে শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে রয়েছে ভারত। স্বাগতিক তাজিকিস্তান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইরান এবং আফগানিস্তানের মতো দল রয়েছে ভারতের সঙ্গে একই গ্রুপে।

 

ভারতের সূচি :

২৯ আগস্ট: ভারত বনাম তাজিকিস্তান

১ সেপ্টেম্বর: ভারত বনাম ইরান

৪ সেপ্টেম্বর: ভারত বনাম আফগানিস্তান

Advertisements

গ্রুপ পর্বের শীর্ষ দল উঠবে সরাসরি সেমি ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর, তাসখন্দে (উজবেকিস্তান)। গ্রুপ রানার্স-আপরা মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, দুশানবেতে।

এদিন সাংবাদিক সম্মেলনে খালিদ জামিল বলেন, “এই মুহূর্তে আমার পূর্ণ মনোযোগ আসন্ন ম্যাচগুলোর দিকেই। সময় কম, তাই প্রস্তুতিও স্বল্পমেয়াদী। তবে ধাপে ধাপে এগোলে ভবিষ্যতের কথা ভাবা যাবে। প্রতিটি ম্যাচেই আমাদের সর্বস্ব দিতে হবে। খেলোয়াড়রা পেশাদার, মাঠে নামলেই তারা ফোকাসড থাকে। কোনও অজুহাত নয়, আমরা দল হিসেবেই খেলব।”

তিনি আরও বলেন, “তাজিকিস্তান, ইরান, আফগানিস্তান। তিনটি দলই শক্তিশালী। তাদের পারফরম্যান্সও ভালো। কিন্তু আমাদের নিজেদের খেলাতেই মনোযোগ দিতে হবে। বিশ্বাস আর একতাই মূল চাবিকাঠি।”

নতুন কোচের অধীনে অনেক তরুণ খেলোয়াড় পেয়েছেন সুযোগ। জামিল স্পষ্ট করেছেন, “যারা সুযোগ পাবে, তারা নিজেদের প্রমাণ করার সুযোগও পাবে। সিনিয়র-জুনিয়র মিশ্রণে গড়ে তুলতে চাই শক্তিশালী ভবিষ্যৎ।”

নেপথ্যে সোশ্যাল মিডিয়া ? নিক্কি হত্যা ঘিরে দানা বাঁধছে রহস্য

ভারতীয় দল মঙ্গলবার ভোরেই তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানেই পরবর্তী কয়েক দিন অনুশীলন করবে দল। নতুন কোচের অধীনে এটিই হবে প্রথম আন্তর্জাতিক পরীক্ষা। ফুটবল প্রেমীদের মধ্যে তাই আগ্রহ তুঙ্গে। খালিদ জামিলের কাঁধে এখন শুধু দলের কোচিংয়ের দায়িত্ব নয়, বরং ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও।