CFL: ফ্রি-কিক থেকে গোল করে উদ্ধার করেছিলেন দলকে, রেলের হয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন জ্যোতি

অবনমনের আওতায় ছিল দল। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে যেনতেন প্রকারে জয় দরকার ছিল রেলওয়ে এফসির। এমন সময়ে ফ্রি-কিক থেকে গোল করলেন জ্যোতি বর্মন (Jyoti Barman)। অবনমনের…

CFL Jyoti Barman

অবনমনের আওতায় ছিল দল। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে যেনতেন প্রকারে জয় দরকার ছিল রেলওয়ে এফসির। এমন সময়ে ফ্রি-কিক থেকে গোল করলেন জ্যোতি বর্মন (Jyoti Barman)। অবনমনের (CFL) আওতায় থেকে উদ্ধার পায় রেল।

   

CFL: সুরুচির হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চাইছেন কৃষ্ণা

কেরিয়ারে একের পর এক চোট পেয়েছেন জ্যোতি বর্মন। চোট পেয়েছিলেন নাকে। ব্লিডিং বন্ধ করার জন্য করতে হয়েছিল অস্ত্রোপচার। তারপর ফিরেছিলেন মাঠে। আবার চোট। এবার ভাঙল হাত. ফের অস্ত্রোপচার। কামব্যাক করলেন রেলওয়ে এফসির হয়ে। সীমিত সুযোগের মধ্যেই নিজের প্রতিভা তুলে ধরেছিলেন জ্যোতি বর্মন। মরসুমে একটি গোল করেছিলেন। ওই একটা গোলই দলকে টেনে তুলেছিলেন অবনমন থেকে।

২০১৭ সালে ন্যাশনাল লিগ খেলেছিলেন জ্যোতি বর্মন। ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছেন অনূর্ধ্ব ১৯ আই লিগ, শিল্ড। এরপর ভাঙল নাক। সুস্থ হওয়ার পর ২০২১ সালে মাঠে নেমেছিলেন। যোগ দিয়েছিলেন ফার্স ডিভিশনের ক্লাবে। এরপর হাত ভাঙার ঘটনা। তারপর যোগ দিয়েছিলেন রেলওয়ে এফসিতে। এবারেও রেলের হয়ে খেলবেন বাংলার এই ডিফেন্ডার।

T20 World Cup 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচে এক ওভারে উঠল ৩৩ রান

বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলার লক্ষ্য রয়েছে। বারাসাত নবপল্লীর জ্যোতি আপাতত ফুটবলটা টানা খেলে নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে চাইছেন। টালির চালের বাড়ি। উপার্জন করে ছাদ পাকা করতে চান আগে। বাবা টোটো চালক। সংসারে আর যৎসামান্য। প্রতিকূলতাকে কাটিয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য জ্যোতি বর্মনের।