Monday, December 8, 2025
HomeSports NewsPaul Pogba: চার বছরের জন্য ব্যান হতে পারেন ফ্লোরেন্টিন পোগবার ভাই

Paul Pogba: চার বছরের জন্য ব্যান হতে পারেন ফ্লোরেন্টিন পোগবার ভাই

- Advertisement -

ফরাসি মিডফিল্ডার পল পোগবাকে (Paul Pogba) সাময়িকভাবে ব্যান করা হতে পারে। নিষিদ্ধ পদার্থ (Doping scandal) ব্যবহার করার অভিযোগে তাকে বড় কোনো শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইতালির অ্যান্টি ডোপিং কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণিত হলে চার বছরের জন্য ফুটবল মাঠ থেকে ব্যান হতে পারেন পল পোগবা।

ফ্রান্সের এই মিডফিল্ডার বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলছেন। তবে তুরিনে তার প্রত্যাবর্তন খুব একটা সুখের হয়নি। বেশিরভাগ সময়ে তিনি কাটিয়েছেন মাঠের বাইরে, বারংবার পড়েছেন চোটের কবলে। ২০১৩ সালে গোল্ডেন বয় জেতা ফুটবলার ক্লাবের সঙ্গে তার প্রথম মেয়াদে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লুইস এনরিকের পরিচালনায় আইকনিক এমএসএন যুগে বার্সেলোনার কাছে হেরে যেতে হয়েছিল জুভেন্টাসকে।

   

জুভেন্টাসে তার প্রথম মেয়াদের পরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। হোসে মরিনহোর পরিচালনায় রেড ডেভিলসে গিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের ক্লাবের হয়ে তার প্রথম দুটি অভিযান তুলনামূলকভাবে খারাপ ছিল না। তবে মরিনহোর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে তিনি ক্লাবে নিজের জায়গা হারাতে শুরু করেছিলেন। এরই মাঝে ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জিতেছিলেন পল পোগবা।

দেশের হয়ে সেরার সেরা খেতাব পেলেও ক্লাব ফুটবলে তার কেরিয়ার গ্রাফ ক্রমে নীচের দিকে গিয়েছেন। সাদা কালো জার্সিতে মাত্র দশটি ম্যাচ খেলেছিলেন গত মরসুমে। জুভেন্টাসের সমর্থকরাও ফরাসি তারকাকে নিয়ে খুশি নন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular