Mohun Bagan: জুনিয়র ফুটবলার ফারদিনের সঙ্গে একি করলেন বিশাল!

এবছর দারুন ছন্দে ফুটবল খেলছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। গতমাসে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ খেলতে কেরালা উড়ে এসেছে গোটা দল।

Fardeen Ali celebrating his birthday with his Mohun Bagan teammates

এবছর দারুন ছন্দে ফুটবল খেলছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। গতমাসে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ খেলতে কেরালা উড়ে এসেছে গোটা দল। তবে খেলাই নয়, সুপার কাপ জয় করে এএফসি কাপের ছাড়পত্র পাওয়াই এখন একমাত্র লক্ষ্য বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। একই মানসিকতা দলের সকল ফুটবলারদের।

সেই কারনেই হয়ত গোটা আইএসএলে ছন্দে না থাকা লিস্টন ও সকলকে চমকে দিয়ে করে যান দু’দুটো গোল। তারপর কেরালা কে চেপে ধরেন মনবীর-বুমোসরা। তারপর ম্যাচের শেষে গোকুলাম কেরালার কফিনে শেষ পেরেক পুঁতে দেন কিয়ান নাসিরি। যারফলে ৫-১ গোলের ব্যবধানে জয় পায় এটিকে মোহনবাগান।

   

তবে শুধু শুভাশিষ-প্রীতমরা’ই নয়। পাল্লা দিয়ে সমর্থকদের মন জয় করছে এটিকে মোহনবাগানের জুনিয়র ফুটবলাররা। রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে শুরু থেকেই ব্যাপক ছন্দে রিকি, সুহেল ও ফারদিনরা। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাব কে বড় ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত অপরাজিত তাদের দল। নিউ আলিপুর সুরুচি সংঘ থেকে শুরু করে ওডিশা, ও জামশেদপুরের মতো দল গুলিকে ও অতি সহজেই হারিয়েছে জুনিয়ররা। গত ম্যাচে পিছিয়ে থেকেও ইমামি ইস্টবেঙ্গল সঙ্গে ড্র করেছে এটিকে মোহনবাগান। ফারদিনের করা গোলেই সমতা ফিরিয়ে ছিল এটিকে মোহনবাগান।

গতকাল এই ফারদিন আলি মোল্লার ছিল জন্মদিন। তাই কেরালায় গোকুলাম ম্যাচ জেতার পরেই দলের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের জন্মদিন উদযাপনে মেতে ওঠে গোটা দল। সেখানে ফারদিন কে দিয়ে কেক কাটানোর পর আসল কাজ শুরু করেন বিশাল কাইথ। প্রথমেই ফারদিন কে শক্ত করে ধরে কেকের মধ্যে চুবিয়ে দেন, এটিকে মোহনবাগানের ফ্লাইং কাইট। তারপর একে একে যুক্ত হন সকলে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

#JuniorFootballer #MohunBagan #FardeenAli #VishalKaith #Collaboration #Partnership