কেরালা এখন অতীত! মারবেলা এফসিতে ভালো পারফরম্যান্স করতে চান জুয়ান

আগের সিজনটা ভালো ছিল না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)।  খালি হাতেই শেষ করতে হয়েছিল ফুটবল মরসুম। সেই হতাশা ভুলে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে…

kerala-blasters-signs-spanish-defender-juan-rodriguez-isl-2025-26

আগের সিজনটা ভালো ছিল না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)।  খালি হাতেই শেষ করতে হয়েছিল ফুটবল মরসুম। সেই হতাশা ভুলে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব।সেইমতো খেলোয়ারদের প্রস্তুত করেছিলেন ডেভিড কাতলা। এক্ষেত্রে তাঁর পছন্দকে গুরুত্ব দিয়েই খেলোয়াড়দের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও থেকেছিল চমক। তাঁদের নিয়েই এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল কেরালা। সকলের পাখির চোখ ছিল সুপার কাপ।

Advertisements

এক্ষেত্রে অনবদ্য শুরু ও করেছিল কেরালা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব তথা রাজস্থান ইউনাইটেডকে। যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। সেই ধারা বজায় রেখেই পরবর্তীতে গোয়ার বুকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল আইএসএলের এই দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টুর্নামেন্টের নবাগত ফুটবল ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কোরো সিংরা। যারফলে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল দেশের এই শক্তিশালী ফুটবল দল।

   

যদিও শেষ পর্যন্ত বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। নিজেদের আত্মঘাতী গোলে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তবুও দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা আছে দক্ষিণের এই দলের। তাঁদের। কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল। এই পরিস্থিতিতে নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে শুরু করেছিলেন নোয়া সাদাউ থেকে শুরু করে ডেভিড টিমোররা। এমনকি ইতি মধ্যেই লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র যোগদান করেছেন আদ্রিয়ান লুনা।

কিন্তু সেখানেই শেষ নয়। এবার দল ছাড়লেন জুয়ান রদ্রিগেজ। দিন কয়েক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। যেখানে এই স্প্যানিশ ডিফেন্ডারের ছবি আপলোড করে লেখা হয়, ‘ কেরালা ব্লাস্টার্স এবং হুয়ান রদ্রিগেজ পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ডিফেন্ডার স্পেনে নিজের বাড়ির কাছাকাছি মারবেলা এফসি-তে যোগ দিয়ে একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতের জন্য আপনার জন্য রইল শুভকামনা।’ এই তারকা ডিফেন্ডারের অনুপস্থিতি নিঃসন্দেহে চিন্তায় রাখবে কোচকে।

Advertisements