East Bengal: ইস্টবেঙ্গলে খেলা হুয়ান মেরাকে নিয়ে ফের দলবদলের জল্পনা

Juan Mera East Bengal

হুয়ান মেরাকে (Juan Mera) নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। আগামী মরসুমে তিনি দল বদল করতে পারেন বলে মনে করা হচ্ছে। দল বদলের জল্পনায় উঠে আসছে ইস্টবেঙ্গল এফসির (East Bengal) নাম।

ইস্টবেঙ্গলের হয়ে এক সময় খেলেছিলেন হুয়ান মেরা। ২০১৯-২০ মরসুমে খেলেছিলেন লাল হলুদ ক্লাবের হয়ে। সেই সময়ে ক্লাবে সাফল্য আসেনি। ফলত কলকাতায় দ্রুত শেষ হয়েছিল হুয়ানের স্থায়িত্ব। ২০২১ সালে নেরোকার হাত ধরে আবার ভারতে এসেছিলেন। পরে যোগ দেন রাউন্ডাগ্লাস পাঞ্জাব এফসিতে, এখন যে ক্লাবের নাম পাঞ্জাব এফসি। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এখন ইন্ডিয়ান সুপার লিগে খেলছে পাঞ্জাব এফসি। ক্লাবের উত্থানের পিছনে হুয়ান মেরার অবদান রয়েছে।

   

ইন্ডিয়ান সুপার লিগে পরপর ম্যাচে পরাজিত কিংবা পয়েন্ট হারিয়েছিল পাঞ্জাব এফসি। পরের দিকে বিশেষত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াড আপডেট করে পাঞ্জাব এফসি। এরপর বদলে যায় তাদের ফর্ম। অংকের বিচারে এখন প্লে যাওয়ার দৌড়ে রয়েছে পাঞ্জাব এফসি। সম্প্রতি দর্শনীয় গোল করেছেন হুয়ান মেরা।

জল্পনা অনুযায়ী, আগামী মরসুমে নতুন করে দলে যোগ দিতে পারেন হুয়ান মেরা। হুয়ানের দল বদল সংক্রান্ত জল্পনার উঠে এসেছে ইস্টবেঙ্গল এফসির নাম। অনেকে এরই মধ্যে ধরে নিচ্ছেন তিনি ইস্টবেঙ্গলে যোগ দিলেও দিতে পারেন। যদিও এখনই হলফ করে কিছু বলার মতো সময় আসেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন