গতবছর হায়দরাবাদ এফসির (Hyderabad FC) কাছে হেরেই নিজেদের আইএসএল অভিযান শেষ করেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির। এবার ও ঠিক যেন সেই পুনরাবৃত্তি। তবে সেইবার সেমিফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হায়দরাবাদ এফসির কাছে হেরে গিয়েছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু পরবর্তী লেগে ১-০ গোলে জয়লাভ করলেও গোল পার্থক্যের নিরিখে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল প্রীতমরা। এবার বদলা নেওয়ার পালা। সেই অঙ্গীকার নিয়েই যেন এবার মাঠে নামতে চান বুমোস- লিস্টনরা। এবার একরাশ আত্মবিশ্বাস কে সঙ্গী করেই নিজামের শহর থেকে জয় ছিনিয়ে নিতে চান সকলে।
তবে আজ মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান কোচ বলেন, এখন আমাদের ১৮০ মিনিট পর্যন্ত নিজেদের পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে। অনেক ছোট ছোট জিনিস গুলোকে ও ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে হবে। সেইসঙ্গে গত বছরের কথা উল্লেখ করে কোচ বলেন, গতবার প্রথম লেগে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল আমাদের। তবে দ্বিতীয় লেগে বহু পরিশ্রমের ফলে ১-০ ব্যাবধানে আমরা জয় পেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত আমাদের বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তাই এবার প্রথম লেগ থেকেই খেলার নিয়ন্ত্রন নিজেদের হাতে নেওয়ার পুরো চেষ্টা আমাদের চালাতে হবে। তাহলে ফাইনালে ওঠার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।
তবে আজ হায়দরাবাদের ঘরের মাঠে ওদের হারানো যে বেশ কঠিন হতে চলেছে তা স্বীকার করে নিয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেই নিয়ে ই তিনি বলেন, এখন থেকে আমাদের ধাপে ধাপে এগোনোর চেষ্টা করতে হবে। বিশেষ করে এতো চাপের মধ্যে ও ঠান্ডা মাথায় নিখুঁত খেলার পুরো চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। সেইসাথে কার্ড প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো একটি কার্ড পরিস্থিতি ম্যাচের রঙ বদল করে দিতে পারে অতি সহজেই। তাই ধাপে ধাপে পুরো চিন্তা ভাবনা করে আমাদের এগোতে হবে।
সেইসাথে আশিকের প্রসঙ্গ তুলে ফেরেন্দো বলেন, চোট খেলার ই অঙ্গ। তবে প্রথম লেগে না হলেও দ্বিতীয় লেগে সম্ভবত খেলতে পারেন দলের এই ভরসাযোগ্য তারকা। তবে কোচ আরও বলেন, স্কোয়াডে মোট ২৫ জন খেলোয়াড় রয়েছেন কেউ খেলতে না পারলে পরিবর্তন করে অন্য কাউকে দিয়ে শুরু করা হবে। মোট কথা আজ ঠান্ডা মাথায় আমাদের জয় তুলে নিতে হবে।