Juan Ferrando: নতুন দায়িত্ব নিয়ে ফিরতে পারেন হুয়ান ফেরান্দো

Juan Ferrando

ফুটবলারের পাশাপাশি নতুন মরসুমে কিছু ভারতীয় ফুটবল ক্লাবে নতুন কোচ দেখা যেতে পারে। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্সকে নতুন কোচ নিয়োগ করতে হবে। ইভান ভুকামানোভিচকে বিদায় জানিয়েছে ইয়েলো আর্মি। তাঁর বদলে ব্লাস্টার্স কাকে দায়িত্বে দিতে পারে সে ব্যাপারে চলছে জল্পনা। উড়িয়ে দেওয়া যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) কথা।

সবুজ মেরুন ব্রিগেড থেকে হুয়ান সরে দাঁড়ালেও ভারতীয় ফুটবলে একাধিক খেতাব জয়ী কোচ তিনি। এফসি গোয়ার হয়ে জিতেছিলেন ডুরান্ড কাপ, মোহনবাগানের হয়ে জয় করেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ ও ডুরান্ড কাপ। সদ্য শেষ হওয়া আইএসএল মরসুমে দল ধারাবাহিক পাৰ্ফরম্যান্স করতে না পারার জন্য বাগান থেকে বিদায় নিয়েছিলেন হুয়ান।

   

হুয়ান ফেরান্দো ভারতীয় ফুটবল ফিরে এলে অনেকেই হয়তো অবাক হবেন না। যদি ফিরে আসেন, তাহলে কোন ক্লাবের দায়িত্ব নেবেন তিনি? কেরালা ব্লাস্টার্সের সম্ভাব্য কোচ হিসেবে অনেকের নাম ইতিমধ্যে ভেসে উঠেছে। এবার যে চার দল সেমিফাইনাল খেলেছে, সেই চার দলের কোনও কোচ কেরালার ক্লাবে যোগ দিতে পারেন কি না সে ব্যাপারে রয়েছে জল্পনা।

শেষ পর্যন্ত সম্প্রতিতম আপডেট অনুযায়ী, হুয়ান ফেরান্দোকে কোচ করার ব্যাপারে কেরালা ব্লাস্টার্স টিম ম্যানেজমেন্টের আগ্রহ রয়েছে। তবে এখনই চূড়ান্ত করে কিছু দাবি করা হচ্ছে না। ক্লাবের তালিকায় একাধিক নাম রয়েছে। ফেরান্দো হতে পারেন অন্যতম, এখনই চূড়ান্ত নন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন