HomeSports NewsJuan Ferrando: থাপা জল্পনার অবসান করলেন বাগান কোচ

Juan Ferrando: থাপা জল্পনার অবসান করলেন বাগান কোচ

- Advertisement -

ওড়িশা এফসির বিরুদ্ধে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ম্যাচ। পরের পর্বে যেতে হলে যেনতেন প্রকারে এই ম্যাচ বাগানকে জিততেই হবে। একাধিক চোট আঘাত সমস্যা রয়েছে সবুজ মেরুন শিবিরে। তবে তার থেকেও বেশি হয়তো ঘুরপাক খাচ্ছে একাধিক জল্পনা।

মোহন বাগান সুপার জায়ান্টে যে একাধিক চোট সমস্যা রয়েছে সেটা নিশ্চিত। কিন্তু অনিরুধ থাপা (Anirudh Thapa) চোটের কারণে মাঠের বাইরে, এই খবর অনেকেই মেনে নিতে পারছিলেন না। সত্যি কি চোটের কারণে ওড়িশা এফসির বিরুদ্ধে AFC কাপের ম্যাচটি খেলতে পারবেন না তিনি? সরাসরি প্রশ্ন করা হয়েছিল সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্ডোকে (Juan Ferrando)। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে বিষয়টা স্পষ্ট করলেন হুয়ান।

   

“আমাদের বড়সড় স্কোয়াডে ওদের বিকল্প হিসেবে খেলার মতো ফুটবলার রয়েছে। তাদের কাছে এটা নিজেদের বড় জায়গায় প্রমাণ করার সুযোগ। আনোয়ার, আশিক, মনবীরদের না পাওয়াটা খুবই হতাশাজনক। কিন্তু ওরা না থাকায় এমন কোনও ফুটবলার পেয়ে যেতে পারি, যে বা যারা ভবিষ্যতে আমাদের কাজে আসতে পারে। আমি সেই আশায় রয়েছি”, বলেছেন হুয়ান।

তবে ওড়িশা এফসির বিরুদ্ধে জরুরি এই ম্যাচে দিমিত্রিয়স পেট্রাটসকে নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কলকাতায় এসে অনুশীলন করার সময় নতুন করে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular