এই নিয়ে টানা তিন ম্যাচ পরাজিত হল মোহনবাগান সুপারজায়ান্টস। আইএসএলের ইতিহাসে যা অন্যান্য রেকর্ড করল হুয়ান ফেরেন্দোর (Mohun Bagan Coach Juan Ferrando) প্রশিক্ষণ পাওয়া সবুজ-মেরুনের। পূর্বে রাহুল ভেকের মুম্বাই সিটি এফসির বিপক্ষে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। তারপর মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলে ও তা আদতে আর সম্ভব হয়নি। নিজেদের ঘরের মাঠেই বিরাট বড় ব্যবধানে ধরাশায়ী হতে হয়েছে তাদের।
যা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিল বাগান জনতা। গ্যালারি থেকে বাগান কোচকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান ও ওঠে বহুবার। তবে সমস্ত কিছু উপেক্ষা করেই নিজেদের পরবর্তী হোম ম্যাচে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি বাগানের স্প্যানিশ বসের পক্ষে।
নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এবার জয় ছিনিয়ে নিয়েছে কেরালা। কেরালা ব্লাস্টার্সের জার্সিতে গতকাল একটা মাত্র গোল করেন দাপুটে বিদেশী তারকা দিমিত্রস ডায়ামান্টাকস। এই জয়ের দরুণ ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসল কেরালা ব্রিগেড। ম্যাচের আগে শক্তিশালী কেরালা দলকে কটাক্ষ করে বিশেষ টিফো নির্মান করেছিল সবুজ-মেরুন সমর্থকদের একটা অংশ। যা অতি সহজেই নজর কাড়ছিল সকলের। সেই টিফো অনুযায়ী কেরালা দলের দৌরাত্ম্য থামানোর ইঙ্গিত ছিল প্রবলভাবে। কিন্তু তা আদৌ সম্ভব হল না এবার। ম্যাচ শেষে কিনা মোহনবাগানের ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছে কেরালা ব্লাস্টার্স।
এই ম্যাচের শেষে মোহন বাগান কোচ হুয়ান ফেরেন্দো বলেন, এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমরা কাঁদব না। কোনোরকম অজুহাত খুঁজে নিজেদের দোষ ঢাকবো না। আমরা পরের ম্যাচের জন্য নিজেদের সেরা একাদশ সাজানো। আমরা আবার ও পুরোনো ছন্দে ফিরবো।