ATK Mohun Bagan: সবুজ-মেরুন দলের নতুন কোচ হতে চলেছেন হুয়ান ফেরানডো

Sports desk: আন্তোনিও লোপেজ হাবাস  মোহনবাগান (ATK Mohun Bagan) দলের মুখ্য কোচ পদ থেকে ইস্তফা দিতেই আসরে নেমে পড়ে টিম ম্যানেজমেন্ট। “পাখির চোখ” প্লে অফে…

Juan Ferrando

Sports desk: আন্তোনিও লোপেজ হাবাস  মোহনবাগান (ATK Mohun Bagan) দলের মুখ্য কোচ পদ থেকে ইস্তফা দিতেই আসরে নেমে পড়ে টিম ম্যানেজমেন্ট। “পাখির চোখ” প্লে অফে যোগ্যতা অর্জন ইন্ডিয়ান সুপার লিগে (ISL)। তাই সাত তাড়াতাড়ি সময় নষ্ট না করে রেকর্ড অর্থে ATKMB টিমের নতুন কোচ করা হয়েছে হুয়ান ফেরানডো,অসমর্থিত সূত্রে এমনটাই খবর। যদিও ATK মোহনবাগান ক্লাব দল আনুষ্ঠানিক ভাবে এই ইস্যুতে কিছু ঘোষণা করেনি।

স্প্যানিশ কোচ হুয়ান ফেরানডো এফসি গোয়া টিমের হেডকোচ চলতি আইএসএলে। ATKMB’র পরের ম্যাচ আইএসএলে ২১ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। অসমর্থিত সূত্রে খবর, নতুন স্প্যানিশ কোচ দলের সঙ্গে যোগ দেবেন নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের আগে। সবুজ মেরুন শিবিরের কাছে ১১ তম রাউন্ডের শেষ চার ম্যাচ “ডু অর ডাই” সিচুয়েশন। প্লে অফের টিকিট জোগাড় করতে হলে চার ম্যাচ জেতা ছাড়া বিকল্প রাস্তা নেই ATK মোহনবাগানের কাছে।

অন্যদিকে, ATK মোহনবাগানের ফুটবলারেরা রবিবার চুটিয়ে অনুশীলন সেরেছে।এই নিয়ে ATK মোহনবাগান টুইটে পোস্ট করেছে,”একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখা 💪💚♥️
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL “।

Advertisements

অক্ষয় ট্যান্ডন এফসি গোয়া দলের সভাপতি জানিয়েছেন, “হতাশার সাথে আমি নিশ্চিত করতে চাই যে @JuanFerrandoF তার রিলিজ ক্লজ ট্রিগার করেছে, আমাদের তাকে তার দায়িত্ব থেকে মুক্তি দিতে বাধ্য করেছে যাতে সে @atkmohunbaganfc এ যোগ দিতে পারে। যতক্ষণ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়, ততক্ষণ তার সিদ্ধান্তে আমাদের কোনো বিকল্প নেই”।