অবশেষে এল খুশির খবর। বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। গত বুধবার সকাল ১১টা নাগাদ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন সুনীল পত্নী সোনম। বর্তমানে সুস্থ আছেন দুজনেই। এবার জুনিয়র ছেত্রীর নামকরণের দিকেই নজর রয়েছে সকলের। তবে বর্তমানে খুশির আমেজ ছেত্রী- ভট্টাচার্য দুই পরিবারেই।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই কিংস কাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। যেখানে নাম ছিল না অধিনায়ক সুনীল ছেত্রীর। আসলে এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের স্ত্রীর পাশে থাকতে চেয়ে কোচের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন দেশের এই ফুটবল নক্ষত্র।
তবে বেশকিছুদিন আগেই হঠাৎ ডেঙ্গির কবলে পড়েছিলেন সুনীল পত্নী সোনম। যা নিয়ে প্রবল উদ্বেগ দেখা দিয়েছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরেই বুধবার পুত্র সন্তানের জন্ম দেন সুনীল পত্নী। যা নিয়ে বর্তমানে খুশির আবহ ভারতীয় ফুটবল মহলে।
উল্লেখ্য, আজ থেকে কিছু মাস আগে ইন্টারকন্টিনেন্টাল কাপের সময় ভানুয়াতুর বিপক্ষে গোল করে বিশেষ স্টাইলে সেলিব্রেশন করতে দেখা যায় ছেত্রীকে। তারপরেই পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। সেই ম্যাচে তার করা গোলেই দরুন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় ভারত। সেখান থেকে পরবর্তীতে আসে চূড়ান্ত সাফল্য। যা দেখে নিঃসন্দেহে খুশি হয়েছিল দেশের আপামর ফুটবলপ্রেমীদের। এবার তা যেন বেড়ে গেলে আরও কয়েক গুন।