East Bengal fans: লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে ‘বিস্ফোরক’ খোলা চিঠি জয় গুপ্তার

নতুন সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর…

Joy Gupta Gets National Call-Up

নতুন সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই একের পর এক চমক দিয়ে এসেছে মশাল ব্রিগেড। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক রেখেছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল ভারতীয় তারকা জয় গুপ্তার নাম। উল্লেখ্য, গত জুলাই মাসের মাঝামাঝি সময় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর ইস্টবেঙ্গলে যোগদানের কথা ঘোষণা দিয়েছিল এফসি গোয়া। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছেই।

Also Read | Bengaluru FC: সিনিয়র দলের বেতন চালু করল বেঙ্গালুরু, কবে থেকে শুরু অনুশীলন?

   

তারপর থেকেই জয়ের যোগদানের ঘোষণার অপেক্ষায় ছিল আপামর লাল-হলুদ জনতা। অবশেষে দিনকয়েক আগেই অফিসিয়াল ভাবে তাঁর দলে যোগদানের কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। যারফলে এই সিজনে ২৭ নম্বর জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে এই ভারতীয় ডিফেন্ডারকে। এফসি গোয়ায় গত মরসুমে খুব একটা প্রভাব ফেলতে সক্ষম না হলেও কলকাতা ময়দানের এই প্রধানে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়। এসবের মাঝেই এবার দলের সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠি রাখলেন এই তারকা।

Joy Gupta's open letter to East Bengal fans
Joy Gupta’s open letter to East Bengal fans

Also Read | Chennaiyin FC coach: চেন্নাইয়িন কোচের হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে মিরান্ডা

Advertisements

যেখানে তিনি লেখেন, ” প্রিয় ভক্তরা, ইস্টবেঙ্গলের মতো বিশাল প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত। গত বছর কলকাতায় আমার জাতীয় দলে অভিষেক হয়েছিল, তাই এখন এই মহান শহর থেকে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের হয়ে খেলা সত্যিই বিশেষ। লাল-হলুদ জার্সি পরা কেবল ফুটবল খেলা নয়, বরং প্রজন্মের স্বপ্ন বহন করা। এই ক্লাবটির বিরাট মহত্ত্ব। আপনাদের আবেগ পৃথিবীর অন্য কোনও কিছুর থেকে আলাদা। যখন আমি লাল ও হলুদ রঙে ভরা যুবভারতীকে দেখি, তখন আমি জানি আমি কেবল নিজের জন্য খেলব না আমি প্রত্যেক সমর্থকদের জন্য খেলব। যারা গান গায়, যারা বিশ্বাস করে, যারা তাদের হৃদয়ে এই ক্লাবটি বহন করে।”

আরও যোগ করেন, ” আমি এখানে লড়াই করতে এসেছি, আমার যা কিছু আছে তা বিলিয়ে দিতে এসেছি এবং আমার সতীর্থদের সাথে দাঁড়িয়ে সেই শিরোপা গুলো তাদের প্রাপ্য স্থানে ফিরিয়ে আনতে এসেছি। আমি জানি এই মহান ক্লাবটি যে ট্রফির যোগ্য তার জন্য তোমরা কতদিন অপেক্ষা করেছো। আমি সেই দায়িত্ব গভীরভাবে অনুভব করি, এবং এই স্বপ্ন পূরণের জন্য মাঠে সবকিছু ত্যাগ করার প্রতিশ্রুতি দিচ্ছি। তোমাদের সমর্থনে, আমরা আগের চেয়েও শক্তিশালী। একসাথে, আমরা ইস্টবেঙ্গলকে তাঁর প্রাপ্য স্থানে ফিরিয়ে আনব। সবার শীর্ষে। এখন আমাদের সময়। আমরা একসাথে আছি। জয় ইস্টবেঙ্গল।”