Jose Mourinho: ইপিএলে ফিরতে চলেছেন হোসে মরিনহো!

এএস রোমা কোচ হোসে মরিনহো (Jose Mourinho) নিউক্যাসলের পরবর্তী কোচ হতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। এডি হাও বর্তমানে ক্রম বর্ধমান চাপের মধ্যে রয়েছেন। সব…

এএস রোমা কোচ হোসে মরিনহো (Jose Mourinho) নিউক্যাসলের পরবর্তী কোচ হতে চলেছেন বলে জল্পনা শুরু হয়েছে। এডি হাও বর্তমানে ক্রম বর্ধমান চাপের মধ্যে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচের সাতটিতে হেরে চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপ থেকে ছিটকে গেছে ম্যাগপিস।

Advertisements

ফলস্বরূপ নিউক্যাসল এখন প্রিমিয়ার লিগ টেবিলের নবম স্থানে অবস্থান করছে। শীর্ষ চার দল থেকে এগারো পয়েন্ট দূরে রয়েছে নিউক্যাসেল। TEAMtalk প্রতিবেদন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকে কোচ নতুন খেলোয়াড়দের জন্য প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা সত্ত্বেও হাও বর্তমানে ‘অনিশ্চিত অবস্থানে’ রয়েছেন। তবে এটাও সত্যি যে চোট সমস্যার কারণে দলের সব ফুটবলারকে সব ম্যাচের জন্য পাননি নিউক্যাসেলের বর্তমান কোচ।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, কিংবদন্তি স্যার ববি রবসনের প্রতি মরিনহোর প্রশংসা রোমা বসকে নিউক্যাসলের শীর্ষ পদে বসতে সাহায্য করতে পারে। ববি রবসনের সঙ্গে মরিনহোর যে যোগ রয়েছে, তার ফলে কোচ বদল হওয়া অসম্ভব কিছু না।

রোমার সঙ্গে মরিনহোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে এবারের মরসুম শেষে। সম্প্রতি বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন জল্পনা রয়েছে। গ্যারেথ সাউথগেটের জায়গায় ইংল্যান্ডের কোচ হিসেবে চেলসি ও ম্যানচেস্টার সিটির প্রাক্তন কোচের নাম নাকি বিবেচনা করছে এফএ। সেই সঙ্গে ব্রাজিলের কথাও শোনা গিয়েছিল। যদিও স্পেশাল ওয়ান নিজে বলেছেন, “আমার সঙ্গে কিংবা আমার এজেন্টের সঙ্গে এ ব্যাপারে কেউ যোগাযোগ করেনি।”