নর্থইস্টকে রুখতে বিশেষ পরিকল্পনা মোলিনার

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগের দশম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। প্রতিপক্ষের ঘরের…

Jose Molina Praises Mohun Bagan SG Footballer Dimitri Petratos

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগের দশম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। প্রতিপক্ষের ঘরের মাঠে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে‌। গত ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট। সেই ধাক্কা ভুলে নিজেদের ঘরের মাঠে জয় পাওয়ার লক্ষ্যে আলাউদ্দিন আজিরেইরা। অন্যদিকে, টানা ছয়টি ম্যাচ অপরাজিত রয়েছে মোহনবাগান।

Also Read | East Bengal FC : বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের 

   

সেই ধারা বজায় রাখার লক্ষ্য মেরিনার্সদের‌। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে ডিফেন্ডারদের কার্ড সমস্যা। বলাবাহুল্য, হলুদ কার্ড ইস্যু থাকায় আসন্ন ম্যাচে হয়তো খেলতে পারবেন না অধিনায়ক শুভাশিস বসু এবং স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের রক্ষণভাগে। এক্ষেত্রে টম অলড্রেডের পাশাপাশি আশিষ রাইদের দিকেই হয়তো বাড়তি ভরসা রাখবেন বাগান কোচ। যদিও এইসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ জোসে মোলিনা‌ (Jose Molina)।

Also Read | Mohammedan SC : পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের খোঁজে চেরনিশভের প্রথম একাদশে কারা? জানুন 

তাঁর কথায় আলবার্তোদের বিকল্প হিসেবে একাধিক ফুটবলার প্রস্তুত রয়েছেন প্রথম একাদশের জন্য। তবে প্রতিপক্ষ দলকে খুব একটা হালকাভাবে নিচ্ছেন না বাগানের এই স্প্যানিশ কোচ। উল্লেখ্য, চলতি আইএসএলের শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করে আসছেন মরোক্কান তারকা আলাউদ্দিন আজিরেই। তাঁকে আটকাতে গিয়ে কার্যত কালঘাম ছুঁটছে প্রতিপক্ষ দল গুলির। গত ম্যাচে তাঁকে কোনও রকমে আটকে ছিল লাল-হলুদ ব্রিগেড। এবার দুর্বল ডিফেন্স নিয়ে আলাউদ্দিনকে আটকানোই অন্যতম চ্যালেঞ্জ মেরিনার্সদের।

Also Read | ‘ইস্টবেঙ্গল ভালো দল…’ তবুও কোন ‘বিস্ফোরক’ তথ্য ফাঁস করলেন ওয়েন কোয়েল 

যদিও প্রতিপক্ষের কোনও একজন ফুটবলারকে নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ। তাঁর কথায় আলাউদ্দিনের পাশাপাশি জিথিন এমএস এবং বেমামারদের দিকেও সমান নজর রাখছেন মোলিনা। তাছাড়া স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট‌ বর্তমানে ম্যচফিট হয়ে ওঠার ফলে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণভাগ।