আগের বছরের মতো এবারও আইএসএলের শিল্ড জয়ের দাবিদার হয়ে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। গত ডিসেম্বরের পর নতুন বছরের শুরু থেকে ও বজায় রয়েছে সেই জয়ের ধারা। গত শনিবার অ্যাওয়ে ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্সরা। নির্ধারিত সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে তাঁদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। এদিন বাগান জার্সিতে জোড়া গোল করে যান অধিনায়ক শুভাশিস বসু এবং ভারতীয় উইঙ্গার মনবীর সিং। দলের এমন পারফরম্যান্সে যথেষ্ট খুশি সমর্থকরা।
বলাবাহুল্য, এই জয়ের ফলে বাকিদের তুলনায় আর ও অনেকটাই এগিয়ে গেল কলকাতা ময়দানের এই প্রধান দল। বর্তমানে ১৯ ম্যাচে খেলে তাঁদের ঝুলিতে রয়েছে মোট ৪৩ পয়েন্ট। তাঁদের থেকে প্রায় দশ পয়েন্টের পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। এরপর হাতে গোনা মাত্র কয়েকটা ম্যাচ। যারফলে সব ঠিকঠাক থাকলে গতবারের মতো এবারও ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড ঘরে তুলতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এখনই সেই নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখনও আরও পাঁচটা ম্যাচ রয়েছে। সবকটি ম্যাচেই আমাদের লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের সামনে রয়েছে পাঞ্জাব এফসি। ওরা খুব ভালো একটা দল। বেঙ্গালুরুর মতো অসাধারণ দলকে ওরা হারিয়েছে। এই ম্যাচের আগে খেলোয়াড়দের চনমনে করে তুলতে হবে। মহামেডান ম্যাচের মতো ওই ম্যাচে ও এমন ভাল পারফরম্যান্স করতে হবে দলের সকলকে। তবে এখন প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের। লিগশীর্ষে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করতে পেরে আমি যথেষ্ট খুশি। তবে এ জন্য আবেগে আত্মহারা হয়ে গেলে চলবে না। আমাদের পরিশ্রম করতে হবে। আরও ভালো পারফরম্যান্স করতে হবে।”
আগামী ৫ই ফেব্রুয়ারি হোম ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচের মতো এই ম্যাচে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য রয়েছে জেসন কামিন্সদের।