Mohun Bagan SG: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট হতাশ মোলিনা, কিন্তু কেন?

কিছুদিন আগেই ওডিশা এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার…

Jose Molina Focuses on Upcoming Matches as Mohun Bagan SG

কিছুদিন আগেই ওডিশা এফসিকে পরাজিত করে আইএসএলের শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার এই খেতাব জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। এছাড়াও এই খেতাব জয়ের ক্ষেত্রে এখন ও পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট রয়েছে তাঁদের ঝুলিতে। তবে এখন ও বাকি রয়ে গিয়েছে লিগের কয়েকটি ম্যাচ। ওডিশা ম্যাচের ধারা বজায় রেখেই বাকি ম্যাচ গুলিতে জয় পাওয়ার লক্ষ্য বাগান কোচের। সেই মর্মে গত শনিবার অ্যাওয়ে ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান।

   

যেখানে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। স্বাভাবিকভাবেই গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি দলের ফুটবলারদের। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দলের হয়ে প্রথম গোল করে যান অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই ফের গোল হজম করতে হয় পেট্র ক্র্যাটকির ছেলেদের। এবার বাগানের হয়ে ব্যবধান বাড়িয়ে যান দলের এবারের শিল্ড জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। প্রথমার্ধের শেষে সেই দুইটি গোলের ব্যবধানেই এগিয়ে ছিল বাগান শিবির।

তবে দ্বিতীয়ার্ধ থেকেই প্রবল চাপ বাড়াতে শুরু করে মুম্বাই সিটি। বিশেষ করে জন তোরালের গোল আসতেই যেন বাড়তি আত্মবিশ্বাস পায় গতবারের আইএসএল জয়ীরা। তারপর নির্ধারিত নব্বই মিনিটের একেবারে শেষ লগ্নে এসে গোল করে দলকে সমতায় ফেরান নাথান রদ্রিগেজ। মাঝে বাগান অধিনায়ক শুভাশিস বসুকে ফাউল করে বিক্রম প্রতাপ সিংকে লাল কার্ড দেখতে হলেও তাঁর কোনও প্রভাব সেভাবে পড়েনি ম্যাচের মধ্যে। যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এগিয়ে থেকে ও দলের পয়েন্ট ভাগাভাগি করা নিয়ে যথেষ্ট হতাশ বাগানের আইএসএল জয়ী কোচ।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ম্যাচের প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুটা একেবারেই ভাল ছিল না। লাল কার্ড দেখানোর পর, যখন আমরা একজন বেশি মাঠে ছিলাম তখন আমাদের ভালো খেলা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। বলতে গেলে আমরা মোহনবাগান সুপার জায়ান্টের মতো খেলিনি।”

মোলিনা আরও বলেন, “একজন খেলোয়াড় কম থাকার পরও মুম্বই সিটি এফসি যথেষ্ট ভালো খেলেছে। ওরা যথেষ্ট পরিশ্রম করেছে। টেকনিক্যাল দিক থেকে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে। ভাল খেলল, যারা সত্যিই সংগঠিত, টেকনিকে শক্তিশালী এবং গুণগত মানসম্পন্ন। তবে দুটি সেট-পিস ছাড়া ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। আজ দু’টো গোল সেট-পিস থেকেই আমরা হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং আগের মতোই খেলতে হবে।”