পঞ্জাব ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী জোসে মোলিনা‌, কী বললেন?

গোয়া ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আগামী বৃহস্পতিবার তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। এখন এই…

Jose Molina, Dimitri Petratos

গোয়া ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আগামী বৃহস্পতিবার তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। এখন এই ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে চাইছে বাগান ব্রিগেড। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আসলে গত ম্যাচের পর থেকেই চোটের সমস্যা প্রবল হয়ে উঠেছে সবুজ-মেরুন শিবিরে। সেজন্য এই অ্যাওয়ে ম্যাচে দল মাঠে পাবে না অজি তারকা দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে আশিক কুরুনিয়ান এবং গ্ৰেগ স্টুয়ার্টের‌ মতো ফুটবলারদের। তাঁদের অনুপস্থিতিতে নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের প্রথম একাদশে।

Also Read | লিগে সপ্তাহের সেরা ভারতীয় ফুটবলারের তালিকায় লাল-হলুদের দুই জন, বাগানের কে?  

   

এছাড়াও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে মাঠে পাবে না ধীরজ সিংয়ের মতো ফুটবলারদের। যা কিছুটা হলেও চাপে রাখতে পারে সকলকে‌। তবে সেইসব নিয়ে এখন খুব একটা ভাবতে নারাজ মোহনবাগান কোচ জোসে মোলিনা‌। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে। আসলে প্রথম একাদশের বেশকিছু ফুটবলারদের এই ম্যাচে দলে না পাওয়া গেলেও মূলত রিজার্ভ বেঞ্চের উপরেই বাড়তি ভরসা রাখছেন মোলিনা। পরিকল্পনা অনুযায়ী তাঁদের মাঠে নামিয়েই এবার সাফল্য পেতে চাইছেন এই আইএসএল জয়ী কোচ।

Also Read | বড়দিনের আগে লিগ টেবিলে পরিবর্তন, ময়দানের তিন প্রধান কত নম্বরে এক নজরে  

তাঁর কথায়, প্রথম একাদশের বহু ফুটবলার দলে না থাকলেও তাঁদের বিকল্প হিসেবে বহু খেলোয়াড় রয়েছেন। যারা সবুজ-মেরুন জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সক্ষম। এবার তাঁদের উপরেই ভরসা রাখতে চাইছেন। পাশাপাশি এই অ্যাওয়ে ম্যাচে দল যে খুব ভালো পারফরম্যান্স করতে পারে সেই নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। বরং তিনি মনে করছেন পাঞ্জাব ম্যাচের পর সেই সকল ফুটবলারদের নিয়েই যথেষ্ট গর্ব বোধ করতে পারেন বাগান সমর্থকরা। তবে অ্যাওয়ে ম্যাচে ফুলগা ভিদাল থেকে শুরু করে লুকা মাজসেনদের আটকানো যে সহজ নয় সেটা বলাই চলে।

Also Read | চোটের কবলে কেরালা ব্লাস্টার্সের এই দাপুটে ফুটবলার  

সেক্ষেত্রে আদৌ কতটা সক্ষম থাকে ময়দানের এই প্রধান এখন সেটাই দেখার বিষয়। বলাবাহুল্য, গত গোয়া ম্যাচে পিছিয়ে থাকতে হলেও দিমির গোলে সমতায় ফিরেছিল বাগান শিবির। কিন্তু শেষ রক্ষা হয়নি। রক্ষণভাগে ফাটল ধরিয়ে শেষ মুহূর্তে গোল তুলে নিয়েছিল প্রতিপক্ষ দল। তাই সবদিক মাথায় রেখেই এবার মাঠে নামতে চাইছেন জোসে মোলিনা।