HomeSports Newsসবুজ-মেরুনের সঙ্গে যুক্ত হয়ে কী বললেন মোলিনা?

সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত হয়ে কী বললেন মোলিনা?

- Advertisement -

একটা সময় ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সফলতার সাথে কোচিং করিয়েছেন জোসে ফ্রান্সিকো মোলিনা (Jose Francisco Molina)। এটিকে দলের হয়ে জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ। তথা আইএসএল। বাংলার ফুটবল প্রেমীদের মনের মণিকোঠায় আজ ও রয়েছে সেই দিন। সবকিছু বিচার বিবেচনা করেই এবার তাকে কলকাতায় ফিরিয়ে আনলো মোহনবাগান সুপারজায়ান্টস।

আসন্ন ফুটবল মরশুম থেকে মোহনবাগান দলের দায়িত্ব সামাল দেবেন এই স্প্যানিশ কোচ। আজ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে কলকাতার এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।

   

দলের দায়িত্ব পেয়ে এই বিদেশী কোচ জানান, মোহনবাগান সুপারজায়ান্টসের মতো ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব পেয়ে আমি প্রচন্ড সম্মানিত। চেষ্টা করবো ক্লাবকে আরো সাফল্য এনে দিতে। বিশেষ করে আমি অত্যন্ত কৃতজ্ঞ ক্লাবের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে। যিনি আমাকে হেড কোচ হিসেবে নির্বাচিত করেছেন। তার এমন মন্তব্য যথেষ্ট মন কেড়েছে আপামর বাগান জনতার। এবার তার নির্দেশ মতোই নতুন মরশুমের প্রস্তুতি নেবে মেরিনার্সরা। গত কয়েকদিন আগে থেকেই প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

সেক্ষেত্রে ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন করছে দলের ছোটরা। এবার খুব শীঘ্রই এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করবে দিমিত্রিরা।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular