Jordan vs India : বিদেশি দলের বিরুদ্ধে ভারতীয় মেয়েদের জয়ের ধারা অব্যাহত

জয়ের ধারা অব্যাহত। মিশরকে পর্যুদস্ত করার পর জর্ডনের (Jordan vs India) বিরুদ্ধেও দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতের মেয়েরা। শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ।

Advertisements

জর্ডনের ঘরের মাঠে দাপটের সঙ্গে ফুটবল খেলেছে ভারতীয় মহিলা ব্রিগেড। ভারতীয় সময় অনুযায়ী যখন ভোর-রাত তখনও ম্যাচের লিগ স্ট্রিমে চোখ রেখেছিলেন বহু ফুটবল প্রেমী ভারতীয়। আশাহত হননি তাঁরা। কুড়ি বছর বয়সী মণীষা কল্যাণ যে গোলটি করেছেন সে’টা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। যে কোনও আন্তর্জাতিক তারকার সেরা গোলের সঙ্গে তুলনায় আসতে পারে জর্ডনের বিরুদ্ধে তাঁর সেই গোল।

   

ম্যাচের ৪৭ মিনিটের কিছু পরে মাঝমাঠ থেকে মণীষা বল পেয়ে গিয়েছিলেন। মাঠের বাঁ-প্রান্তে ছিলেন তিনি। সেখান থেকে শুরু করলেন দৌড়। প্রতিপক্ষের দুই ফুটবলারকে সঙ্গে নিয়েই ঢুকলেন জর্ডনের বক্সে। স্প্রিন্টের সঙ্গে বক্সের বাম দিকের কোণ থেকে দূরপাল্লার শট। দলের পতন রোখার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বিপক্ষের গোলরক্ষক। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মণীষার নেওয়া শট পৌঁছে গিয়েছিল কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই একটি গোলই ম্যাচের ফয়সালা করেছে।

জর্ডনের ফুটবলাররাও গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভারতীয় রক্ষণ দুর্গের দক্ষতায় তাঁরা সফল হননি। ম্যাচের একাদশতম মিনিটে দুরন্ত সেভ করে টিমের পতন রোধ করেছিলেন অদিতি।

গত ম্যাচে মিশরকে হারিয়েছিল ভারত। পরের ম্যাচে হারল জর্ডন। ফিফা ক্রম তালিকায় মিশর এবং জর্ডন রয়েছে যথাক্রমে ৯৫ এবং ৬৩।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements