East Bengal: জর্ডন ও’ডোহার্টি সমর্থকদের উদ্দ্যেশে টুইট পোস্ট

East Bengal FC footballer Jordan O'Doherty

ইস্টবেঙ্গল এফসি (East Bengal) বুধবার, আইএসএলে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। আইএসএলের ওপেনিং ম্যাচ কোচিতে স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা ৩-১ গোলে হেরে যায় কেরালা ব্লাস্টার্সের কাছে। গত আইএসএলের ‘লাস্ট বয়’রা ঘরের মাঠ যুবভারতীতে টাইটেলশিপ খেতাবি দৌড়ে ফিরে আসতে পারে কিনা তা নিয়েই লাল হলুদ সমর্থকরা এখন যুবভারতী মুখী।এফসি গোয়া 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন এই লিঙ্কে East Bengal: জর্ডন ও’ডোহার্টি সমর্থকদের উদ্দ্যেশে টুইট পোস্ট

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন