Portugal: পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের আগে চনমনে জনি কাউকোর দেশ

Joni Kauko's Nation Confident Ahead of Showdown with Portugal

জয়ে ফিরল ফিনল্যান্ড। শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর প্রীতি ম্যাচে জয়। ফিনল্যান্ডের পরের ম্যাচ পর্তুগালের (Portugal) বিরুদ্ধে। পর্তুগিজদের বিরুদ্ধে ম্যাচের আগে প্রীতি ম্যাচের এই জয় ফিনিশদের মনোবল বাড়াবে।

ভারতীয় ফুটবলে ফিনল্যান্ড এখন পরিচিত একটি নাম। সৌজন্যে জনি কাউকো। মোহনবাগান সুপার জায়ান্টের এই মিডফিল্ডার চোট সারিয়ে ফিরে এসেছেন মাঠে। আগের মতো এবারেও দলের ভালো খেলার পিছনে ধারাবাহিকভাবে অবদান রাখছেন।

   

কাউকো যেমন চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তেমনই ওয়েলসের বিরুদ্ধে পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে যয়ে ফিরেছে তাঁর দেশ ফিনল্যান্ড। এস্তোনিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ফিনল্যান্ড। এর আগে গত ২২ মার্চ ওয়েলসের বিরুদ্ধে ১-৪ গোলে হেরেছিলে ইউরোপের এই দেশ।

এস্তোনিয়া তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ। তবে খুব সহজে ফিনল্যান্ড এই ম্যাচে জয় পায়নি। একটি আত্মঘাতী গোলের সুবাদে এসেছে জয়ের মুকুট। ফিনল্যান্ডের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ বেশ কঠিন। আগামী ৫ জুন রয়েছে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ। তারপর ৮ সেপ্টেম্বর গ্রিসের বিরুদ্ধে খেলবে ফিনল্যান্ড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন