ঘরওয়াপসির সম্ভাবনা। ফিনল্যান্ড থেকে কলকাতায় আসছেন জনি কাউকো (Joni Kauko)। সব ঠিক থাকলে যোগ দিতে পারেন মোহন বাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant)।
নামীদামী ফুটবলার সই করিয়ে কাজের কাজ করতে পারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। অগত্যা সেই প্রবাদ, পুরনো চাল ভাতে বাড়ে। কলকাতায় আসছেন জনি কাউকো। আজকেই তার আনন্দ নগরীতে চলে আসার কথা। তবে আনন্দ করার মতো এখনই কিছু হয়নি। কাউকো এসেই যে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নেমে পড়বেন এমনটা নয়।
গুরুতর চোট পেয়ে দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে ছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার। বাড়ি ফিরে গিয়েছিলেন। সেখানেই নিজেকে আবার সুস্থ করে তুলেছেন। ফিনল্যান্ডের পরিচিত মাঠে ধারাবাহিকভাবে করেছে অনুশীলন। বল পায়েও ছুটোছুটি করেছেন। ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন কি না সেটা এবার দেখতে হবে।
ম্যাচ খেলা মতো ফিটনেস জনি কাউকোর আদৌ আছে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। চোট হয়তো সেরেছে কিন্তু ফিটনেস কোন পর্যায়ে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টকে সেটা দেখে নিতে হবে। ম্যাচ ফিটনেস না থাকলে কতো দিনে তিনি মাঠে নামার জন্য পুরো প্রস্তুত হতে পারবেন সেটাও আলোচনার ও পরীক্ষার বিষয়। ফিটনেস সমস্যা খুব বড় বাধা হয়ে না দাঁড়ালে কাউকোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট।