কোচ বদল হওয়ার পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে মোহন বাগান সুপার জায়ান্টের খেলা। ইন্ডিয়ান সুপার লীগে পরপর দুই ম্যাচে জয়। অপরাজিত এফসি গোয়াকে বুধবার হারিয়েছে বাগান। মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষে স্কোরলাইন ১-০। এদিনের ম্যাচেও খেলেছেন জনি কাউকো (Joni Kauko)। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছিল তাঁর একটি সাক্ষাৎকার।
এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে নেওয়া হয়েছিল জনি কাউকোর সাক্ষাৎকার। সেখানে চোট কাটিয়ে মোহন বাগান সুপার জায়ান্টের হয়ে মাঠে নামার সফর সম্পর্কে অনেক কিছু বলেছেন তিনি। তাঁর ওপর ক্লাবের বর্তমান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের আস্থা রয়েছে। কাউকো নিজেও সেটা ভালো করেই জানেন।
“এর আগে এখন অ্যান্টোনিও হাবাসের কোচিংয়ে খেলেছি। উনি কীরকম খেলাতে চান, ফুটবল দর্শন, আমার থেকে কী চান সেগুলো জানি। কোচ আমার থেকে যেমনটা চাইছেন আমি তেমনটাই দেওয়ার চেষ্টা করছি”, বলেছেন কাউকো।
“It really gives me more and more power (when the fans cheer for me).” 🙌@JoniKauko opens up on his return to @mohunbagansg, his connection with the supporters and more in an exclusive interaction. #ISL #ISL10 #LetsFootball #MBSG #JoniKauko https://t.co/HclRNZL0ww
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2024
“অনেক দিন হয়ে গিয়েছিল মাঠের বাইরে ছিলাম। সত্যিই এটা মিস করছিলাম। সমস্ত মেসেজ, সমস্ত স্লোগান, সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমি কঠোর পরিশ্রম করার চেষ্টা করছি এবং আশাবাদী যে আরও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারব এবং দলকে আরও ভাল কিছু দেওয়ার জন্য পারফর্ম করতে পারব।”
তিনি আরো বলেছেন, “আশা করছি জয়ের এই ধারা আমরা অব্যাহত রাখতে পারব। কিছু ম্যাচ ছিল যা আমরা জিততে পারিনি… তবে আমরা কিছু গোল পেয়েছি, জয় পেয়েছি এবং আমি মনে করি যে দলের আত্মবিশ্বাস এই মুহুর্তে সত্যিই ভাল জায়গায় রয়েছে।”