Emmanuel Thomas: জামশেদপুরে যোগ দিয়ে ব‍্যক্তিগত মতামত জানালেন প্রাক্তন আর্সেনাল তারকা

sources suggest that east bengal approached Jay Emmanuel-Thomas

শুক্রবারই ইংলিশ ফরোয়ার্ড জে ইমানুয়েল থমাসের (Jay Emmanuel Thomas) নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল জামশেদপুর এফসি। ক্লাবে সই করার পর ভারতীয় ফুটবল সম্পর্কে নিজের বক্তব্য রেখেছিলেন তিনি।

তার বক্তব্য, ” ভারতীয় ফুটবল ক্রমশ যেভাবে উন্নতশীল হওয়ার পথে এগোচ্ছে,তা সত্যিই চমকপ্রদ।গত মরশুমে লিগ শিল্ড উইনার্সের অংশীদার হতে পেরে দারুণ খুশি আমি।তবে এখন আর গতবারের সাফলতা নিয়ে না ভেবে নতুন মরশুম নিয়ে চিন্তা করতে হবে।প্রতিটা ম‍্যাচ অত্যন্ত কঠিন হবে, এবং আমার কাজ দলকে জয়ের পথ দেখানো।”

   

৩১ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের বয়স ভিত্তিক জাতীয় দলে। ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৭ ও ১৯ দলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তাঁর। হয়েছিলেন আর্সেনাল যুব অ্যাকাডেমির অধিনায়ক।

পেশাদার ফুটবল কেরিয়ারে বেশ কিছু ক্লাবে খেলেছেন জে এমানুয়েল থমাস। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ব্রিস্টল সিটির হয়েছে। নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছিলেন সেখানে। করেছিলেন কুড়িটির বেশি গোল। আর্সেনালের সিনিয়র দলে ছিলেন কেরিয়ারের একেবারে শুরু দিকে, ২০০৮-১১ মরসুমে। পরিসংখ্যান অনুযায়ী, গানার্সের হয়ে মাঠে নেমেছিলেন হাতেগোনা ম্যাচে। ফুটবলে হাতেখড়ি আর্সেনালের যুব দলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন