
আইএসএলের মাঝেই হঠাৎ বিপর্যয় নেমে আছে এটিকে মোহনবাগানের অন্যতম প্লেয়ার জনি কাউকোর (Johnny Kauko) ওপর। পায়ে এলসিএল ইঞ্জুরির জন্য। ফলে তিনি ফিনল্যান্ডে ফিরে যান অস্ত্রোপচার করার জন্য। তবে সূত্রের খবর বর্তমানে অস্ত্রপ্রচার হয়ে গেছে কাউকোর।
হাসপাতাল সূত্রে খবর তিনি লিগামেন্টে আঘাত পেয়েছিলেন,তার লিগামেন্ট ছিঁড়ে যায়নি। তবে স্বস্তির মধ্যেও দুঃসংবাদ আইএসএলে আর ফিরতে পারবেন না এটিকে মোহনবাগানের এই তারকা ফুটবলার। তার অস্ত্রোপচার সম্পূর্ণ হওয়ার পর তিনি এখন রিহ্যাব সেশন শুরু করছেন। সেই ছবি পোস্ট করেছে নিজের সোশ্যাল মিডিয়ায়।
চোট নিয়ে দেশ ছাড়ার সময় যেমনটা কাউকে জানিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন, এবার নিজের সোশ্যাল মিডিয়া তো সেই বার্তা দিলেন জনি কাউকো।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










