৫ বছরে ভাঙবে সচিনের দু’টি বিশ্বরেকর্ড! রুটের নাগালে ৪ কিংবদন্তির কীর্তি

বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের মতো বর্তমান যুগের ব্যাটসম্যানদের পেছনে ফেলে ৩৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট (Joe Root)। শুধু…

বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের মতো বর্তমান যুগের ব্যাটসম্যানদের পেছনে ফেলে ৩৩তম টেস্ট সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট (Joe Root)। শুধু ফ্যাব-ফোর নয়, সক্রিয় ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়েছেন রুট। আগামী দিনে তিনি ভাঙতে পারেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দু’টি বিশ্ব রেকর্ড রয়েছে।

রঞ্জি ট্রফিতে ফেরার সম্ভাবনা শামির

   

গত কয়েক বছর ধরে রুট যে ফর্মে রয়েছেন তাতে আগামী ৫ বছরে সচিন তেন্ডুলকরের এই দু’টি রেকর্ডও ভাঙতে পারেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান করার বিশ্বরেকর্ড রয়েছে ভারতীয় ‘ক্রিকেটের ঈশ্বর’-এর কাছে। কয়েক বছর আগেও এই রেকর্ড ভাঙা কঠিন মনে করা হতো। কিন্তু এখন রুট তাঁর ব্যাটিংয়ে যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তাতে সচিনের রেকর্ড ভাঙার দাবিদার হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।

বর্তমানে ১৪৫ টেস্টে রুটের রান ১২ হাজার ২৭৪। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় রুট ও সচিনের মধ্যে ৫ জন ব্যাটসম্যান থাকলেও সচিন ও রুটের মধ্যে রানের ব্যবধান মাত্র ৩৬৪৭। এই হিসেবে বলা হচ্ছে আগামী সময়ে সচিনের এই রেকর্ডকে ভেঙে দিতে পারেন জো রুট।

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সবচেয়ে বেশি ৫১টি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড সচিন তেন্ডুলকরের দখলে। এখন ৩৩টি সেঞ্চুরি করে এই তালিকার সেরা ১০ ব্যাটসম্যানের সঙ্গে ঢুকে পড়েছেন জো রুট। মাহেলা জয়াবর্ধনে (৩৪), ব্রায়ান লারা (৩৪), সুনীল গাভাস্কার (৩৪), ইউনিস খান (৩৪), রাহুল দ্রাবিড় (৩৬), কুমারা সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও সচিন তেন্ডুলকর রুটের চেয়ে এগিয়ে রয়েছেন তালিকায়।

আল্ড্রেড-দীপেন্দু জুটি পরখ করলেন বাগান কোচ

দু’টি টেস্ট সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে রুট একবারে এই তালিকায় চার কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন। গত চার বছরে ১৬টি সেঞ্চুরি করেছেন রুট, এই গতিতে চলতে থাকলে সচিনের রেকর্ড ভাঙার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।