আইলিগের ক্লাবে সই করলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান মাতানো এই তারকা ফুটবলার

Jobby Justin

ভারতীয় ফুটবল মহলে অত‍্যন্ত পরিচিত একটা নাম জবি জাস্টিন (Jobby Justin)। ২০১৭-১৮ মরশুমে আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন জবি। এরপর ইস্টবেঙ্গলের ছেড়ে এটিকের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ পান তিনি।

পরবর্তী সময়ে এটিকে মোহনবাগানের হয়ে খেলতে দেখা য়ায় তাকে। এটিকের হয়ে ১০ টা ম‍্যাচ খেলার সুযোগ পেলেও জবি জাস্টিন এটিকে মোহনবাগানের হয়ে তেমন একটা খেলার সুযোগ পাননি। এর ফলে জবি ২০২১- ২২ মরশুমে এটিকে মোহনবাগান ছেড়ে যোগদান করেন চেন্নাইয়ান এফসিতে।

   

মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে ৫ টা ম‍্যাচ খেলেছিলেন জবি, চলতি মরশুমে ৫ টা ম‍্যাচে ৫২ মিনিট গেম টাইম পেয়েছেন তিনি। তাই নিজের ছন্দ ফিরে পেতে দল বদল করতে চলেছেন জবি। ফের আইলিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন জবি। তাকে খেলতে দেখা যাবে তার রাজ‍্যের ক্লাব গোকুলাম কেরালার হয়ে। ইন্ডিয়ান সুপার লিগ জেরে জবি জাস্টিনের এবার নতুন গন্তব্য হতে চলেছে ইন্ডিয়ান লিগের ক্লাব।বর্তমান ক্লাবের রিজার্ভ বেঞ্চে বসে সময় নষ্ট না করে তাই নিজের ঘরের মাঠে নিজেকে খুঁজে পাওয়ার কাজ চালাবেন জবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন