Jobby Justin: চার ম্যাচে গোল পেলেন জবি

ম্যাচের পর ম্যাচ গোল করছেন জবি জাস্টিন (Jobby Justin)। শুক্রবার মেসারার্স ক্লাবের বিরুদ্ধেও করলেন গোল। এই নিয়ে চলতি কলকাতা ফুটবল লিগের চার ম্যাচে গোল পেলেন…

Jobby Justin

ম্যাচের পর ম্যাচ গোল করছেন জবি জাস্টিন (Jobby Justin)। শুক্রবার মেসারার্স ক্লাবের বিরুদ্ধেও করলেন গোল। এই নিয়ে চলতি কলকাতা ফুটবল লিগের চার ম্যাচে গোল পেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার জবি জাস্টিন।

গ্রেগের খেলার এই বৈশিষ্ট্য মোলিনার কোচিংয়ে হতে পারে কার্যকর

   

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ নিজেকে নতুন করে চেনাচ্ছেন জবি জাস্টিন। একসময়কার উজ্জ্বল নক্ষত্র এখন ডায়মন্ড হারবার এফসির প্রাণ ভোমরা। একাধিকবার গোল করে দলকে নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করেছেন। এখন তাঁর কেরিয়ারের পড়তি সময়। তবুও সময়ের মার তাঁর গোলক্ষুধা কমাতে পারেনি। অভিজ্ঞ কিবু ভিকুনার কোচিংয়ে আবার নিজের নাম তুলতে শুরু করেছেন স্কোরশিটে।

মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচে প্রথম গোলটি করলেন জ্বি জাস্টিন। পরের গোলটি করালেন রাহুল পাসোয়ানকে দিয়ে। বিকেল তিনটের সময় ম্যাচ শুরু হওয়ার হওয়ার কিছু আগে বিক্ষপ্তভাবে বৃষ্টি হয়েছিল সল্টলেক এলাকায়। পরে রোদ উঠলেও মাঠ ছিল ভারী। ভিজে মাটিতে বল গড়াচ্ছিল একটু ধীরে। ভিজে মাঠে খেলার কৌশল জবির জানা রয়েছে। তাড়াহুড়ো না করে অভিজ্ঞ ফুটবলারের মতো মাথা ছুঁইয়ে করেছেন গোল।

কাজ শুরু করে দিলেন Jamie Maclaren, পোস্ট করলেন ভিডিও

এর আগে জবি জাস্টিন গোল করেছিলেন সুরুচি সংঘের বিরুদ্ধে। জবির করা গোলেই ফর্মে থাকা সুরুচিকে হারিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিল জবি। বিএসএস-এর বিরুদ্ধে গোলকে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। পিছিয়ে পড়ার পর ডায়মন্ড হারবার এফসির হয়ে গোল করেছিলেন জবি জাস্টিন। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগের ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।