হিগুয়েইনের বিরুদ্ধে খেলেছেন ISL-এর এই নতুন বিদেশি

এবারের ট্রান্সফার উইন্ডোতে চমকের পর চমক। জেমি ম্যাকলারেনকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার দল বদলের বাজারে সাড়া ফেলল কেরালা বাস্টার্স। গঞ্জালো হিগুয়েইনের…

jesus jimenez nunez

এবারের ট্রান্সফার উইন্ডোতে চমকের পর চমক। জেমি ম্যাকলারেনকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার দল বদলের বাজারে সাড়া ফেলল কেরালা বাস্টার্স। গঞ্জালো হিগুয়েইনের মতো ফুটবলারের বিরুদ্ধে খেলা জেসেস জিমেনেজ নুনেজকে (Jesus Jimenez Nunez) নিশ্চিত করেছে ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাব।

মোহনবাগানে থাকার জন্য শিল্টনকে বুঝিয়েছিলেন চিমা

   

স্প্যানিশ ফরোয়ার্ড জেসেস জিমেনেজ নুনেজকে সই করিয়েছে কেরালা ব্লাস্টার্স। চুক্তির মেয়াদ দুই বছর। ২০২৬ সাল পর্যন্ত ব্লাস্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। গ্রিক সুপার লিগে ওএফআই ক্রিটের হয়ে ২০২৩ মরশুম খেলার পর ব্লাস্টার্সে যোগ দিয়েছেন জিমেনেজ।

স্প্যানিশ তৃতীয় বিভাগের ক্লাব এফসি তালাভেরার হয়ে খেলে আলোচনায় উঠে এসেছিলেন।দলের উত্থানের পিছনে অন্যতম কারিগর ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৬ গোল। মোট ৬৮টি ম্যাচ খেলেছিলেন। এরপর পোলিশ প্রথম বিভাগের দল গর্নিক সাব্রাসে যোগ দেন। তিনি গর্নিকের সাথে চারটি সিজনে ১৩৪টি ম্যাচে খেলেছিলেন। গোল করেছিলেন ৪৩টি। জিমেনেজ আমেরিকান এমএলএস ক্লাব এফসি ডালাস এবং টরন্টো এফসির হয়েও খেলেছিলেন।

উঠে যাবে দু’টো নিয়ম? পর্যালোচনায় BCCI

মেজর লিগ সকারে খেলার সময় একাধিক তারকা ফুটবলারের বিরুদ্ধে তিনি মাঠে নেমেছিলেন। টরন্টোর হয়ে খেলার সময় গঞ্জালো হিগুয়েইনের বিরুদ্ধে খেলেছেন। ২০২২ সালে হিগুয়েইন তখন ইন্টার মিয়ামিতে ছিলেন।