গত ফুটবল মরসুমে দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সকলের মন জয় করেছিলেন জেসুস জেমিনেজ (Jesus Jimenez)। দলের পারফরম্যান্স খুব একটা আহামরি না থাকলেও একক দক্ষতায় দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দিয়েছিলেন তিনি। শেষ আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন মোট ১৮টি ম্যাচ। যার মধ্যে ১১টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ছিল এই স্প্যানিশ ফুটবলারের। এমনকি পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ও গোল পেয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে তাঁকে দলে ধরে রাখার পরিকল্পনা ছিল দক্ষিণের এই ফুটবল দলের।
সেইসাথে তাঁকে দলে টানার জন্য আগ্ৰহ ও দেখিয়েছিল একাধিক ক্লাব। কিন্তু ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি বদলে দেয় সমস্ত কিছু। জেসুসকে রেখে দল সাজানোর পরিকল্পনা থাকলেও এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আদৌও কবে আয়োজিত হবে এই ফুটবল টুর্নামেন্ট সেটা নিয়ে ও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি কোনও কিছু। স্বাভাবিকভাবেই দল সাজানোর পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দেশে আশা নিয়ে ও দেখা দিয়েছিল সংশয়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্লাব থেকে কার্যত রিলিজ নিতে বাধ্য হন এই দাপুটে ফরোয়ার্ড।
গত বৃহস্পতিবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেইমতো তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কি তাহলে দেশের অন্য কোনও দলের হয়ে খেলতে দেখা যাবে বছর একত্রিশের এই তারকাকে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে গত শুক্রবার। বর্তমানে ভারতবর্ষ থেকে বিদায় নিয়ে পোল্যান্ডের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ব্রুক-বেট টারমালিকা নিয়েসিয়েজার সাথে নয়া চুক্তিতে আবদ্ধ হয়েছেন এই ফুটবল তারকা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
যারফলে নয়া সিজনে ইউরোপের এই ফুটবল ক্লাবের হয়েই খেলতে দেখা যাবে স্পেনের এই হাইপ্রোফাইল ফুটবলারকে। বিশেষ সূত্র মারফত খবর, আগামী দুইটি সিজনের জন্য তাঁকে দলে চুক্তিবদ্ধ করেছে ব্রুক-বেট টারমালিকা। যারফলে ২০২৭ সাল পর্যন্ত এই দলের জার্সিতেই খেলবেন জেসুস। পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বিদেশের এই ফুটবল দল।