গত কয়েকমাস আগেই ওডিশা এফসি দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। একটা সময় যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। শেষ মরশুমে তিনি চিনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকলেও আগত ফুটবল মরশুমের জন্য এবার তাকেই ভারতে ফিরিয়ে এনেছে ওডিশা ম্যানেজমেন্ট। তার আগমনের পর থেকেই একেবারে ভোল পাল্টাতে শুরু করে দিয়েছে গোটা দলের। শেষ মরশুমের আইএসএলে খুব একটা সফল না হলেও সুপার কাপে চূড়ান্ত সাফল্য পায় দল।
তবে লোবেরা জামানা শুরু হতেই সেই দল থেকে কাঁট ছাঁট হয়েছে একাধিক ফুটবলার। যদিও তাদের মধ্যে নন্দকুমার শেখর আর সাউল ক্রেসপো আগেই যোগ দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল শিবিরে। তবে এই স্প্যানিশ কোচের আগমনে তার কাছে ফিরে আসতে শুরু করেন পুরোনো ছাত্ররা।
সেইমতো গত ফুটবল মরশুমে মুম্বাই সিটি দলের হয়ে খেলা অন্যতম তারকা ফুটবলার আহমেদ জাহু ও প্রাক্তন অধিনায়ক মুর্তাজা ফল যুক্ত হন ওডিশা শিবিরে। পাশাপাশি এডু গার্সিয়ার আসার কথা ও প্রবলভাবে শোনা যায় তাদের তরফ থেকে। এবার সেই তালিকায় যুক্ত হল ইমামি ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার জেরি লালরিনজুয়ালা। ক্লাবের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু। পূর্বে দেশীয় ফুটবলারদের মধ্যে লালসাঙ্গা রেন্থেলে ও লেনি রড্রিগেজ থেকে শুরু করে সেন্টার ফরোয়ার্ড আফাওবাকে দলে টেনে ছিল কলিঙ্গের এই ক্লাব। এবার সেখানে যুক্ত হতে চলেছেন এই তারকা।
গত বছর একটি ফুটবল মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল দলে সই করেছিলেন লালরিনজুয়ালা। মাঠে নেমে একাধিকবার নিজের জাত চিনিয়েছেন তিনি। বলতে সেই সময় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের স্কোয়াডে অন্যতম সফল ছিলেন তিনি। কিন্তু মরশুম শেষ হতে আর তার সঙ্গে চুক্তি বাড়ায়নি ক্লাব। তাই এবার লোবেরার তত্ত্বাবধানে ওডিশার জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই তারকা কে।