HomeSports NewsT20 World Cup 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচে এক ওভারে উঠল ৩৩ রান

T20 World Cup 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচে এক ওভারে উঠল ৩৩ রান

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচে আমেরিকার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন অ্যান্ড্রিস গাউস ও অ্যারন জোন্স। এই দুই খেলোয়াড়ের কারণেই সহজে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি যুক্তরাষ্ট্রের প্রথম জয়। কিন্তু ম্যাচে বেশ বিব্রতকর এক রেকর্ড গড়েছেন কানাডার ফাস্ট বোলার। কানাডার পেস বোলার জেরেমি গর্ডন (Jeremy Gordon) মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব খারাপ পারফরম্যান্স করেছেন, দিয়েছেন প্রচুর রান।

T20 World Cup 2024: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অসংখ্য রেকর্ড, পরপর ছয়

   

তিন ওভারে ৪৪ রান দিয়েছেন জেরেমি গর্ডন, কোনও উইকেট নিতে পারেননি। যুক্তরাষ্ট্র দল যখন ব্যাট করছিল, তখন ইনিংসের ১৪তম ওভারে মোট ১১ বল বোলিং করে ৩৩ রান দেন তিনি। দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন জেরেমি গর্ডন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে এক ওভারে ৩৬ রান দিয়েছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়া ক্রিকেটার:

  • ৩৬, স্টুয়ার্ট ব্রড
  • ৩৩, জেরেমি গর্ডন
  • ৩২, ইজাতুল্লাহ দৌলতজাই
  • ৩০, বিলাওয়াল ভাট্টি

তিনবার এসিএল ইনজুরির পরেও বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন ‘সব্জি বিক্রেতা’ তাপস

প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র দলকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিল কানাডা। জবাবে অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউসের ইনিংসের সুবাদে লক্ষ্য অর্জন করে যুক্তরাষ্ট্র। ৪০ বলে ৯৪ রান করেন অ্যারন। এ সময় তিনি চারটি চার ও ১০টি ছক্কা মারেন। ৪৬ বলে ৬৫ রান করেন অ্যান্ড্রিস গাউস। এই দুই খেলোয়াড়ের কারণেই ম্যাচ জয় লাভ করে যুক্তরাষ্ট্র। অ্যান্ড্রিস ও অ্যারনের সামনে দাঁড়াতে পারেননি কানাডার বোলাররা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular