বাজিমাত জিকসনের! গোল অফ দি উইকে দিমির পরেই এই ভারতীয় তারকা

চলতি আইএসএলের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের‌। প্রথম থেকেই টানা ছয়টি ম্যাচেই তাঁদের ধাক্কা খেতে হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানকে। পরবর্তীতে স্প্যানিশ…

India’s First World Cup Goal-Scorer Jeakson Singh Key to East Bengal's Victory in Upcoming Derby Against Mohun Bagan

চলতি আইএসএলের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের‌। প্রথম থেকেই টানা ছয়টি ম্যাচেই তাঁদের ধাক্কা খেতে হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানকে। পরবর্তীতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের হাত ধরে ছন্দে ফিরে আসে লাল-হলুদ ব্রিগেড। নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত করে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে। সেই ধারা বজায় রেখেই গত ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে। সেই ম্যাচে দুরপাল্লার শটে গোল করে যান জিকসন সিং (Jeakson Singh)।

সেই গোলের সুবাদে দুইটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে মশাল ব্রিগেড। জিকসন সিংয়ের এই গোল নিঃসন্দেহে মন জয় করে নেয় লাল-হলুদ সমর্থকদের। যারফলে অনায়াসেই সেটি চলে আসে ইন্ডিয়ান সুপার লিগের গোল অফ দি উইকের তালিকায়‌। এক্ষেত্রে এই ভারতীয় মিডফিল্ডারের গোলের পাশাপাশি পরবর্তীতে সংযুক্ত হয় পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের দুই তারকা ফুটবলার তথা মনবীর সিং এবং লিস্টন কোলাসোর গোল। এছাড়াও তালিকায় স্থান করে নেন পাঞ্জাব এফসির তারকা ফুটবলার লুকা মাজসেন সহ আরও একাধিক তারকা।

   

তবে প্রথম থেকেই সকলকে পিছনে ফেলে দিয়েছিলেন জিকসন সিং। শেষ পর্যন্ত পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে ফুটবলপ্রেমীদের বিচারে সেরার সেরা বিবেচিত হন এই তারকা ফুটবলার। যারফলে গত সপ্তাহে গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসের পর গোল অফ দি উইকে স্থান করে নিলেন জিকসন। সেই নিয়ে যথেষ্ট খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। অন্যদিকে, লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম গোল পেয়ে খুশি এই ফুটবলার।

আগামী বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। এখন সেই ম্যাচে ও জয় পেতছ চাইবেন লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুজন‌‌‌। সেদিকেই লক্ষ্য সকলের।

Jeakson Singh Thounaojam stunning long-range goal for Emami East Bengal secures ISL Goal of the Week honors. The midfielder’s performance thrills fans as the team prepares for a crucial match against Odisha FC.