এখন ছুটি নয়, লাল-হলুদ শিবিরে যোগদান জিকসনের

আগামী শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। অমীমাংসিত ফলাফলে মহামেডান ম্যাচ শেষ…

India’s First World Cup Goal-Scorer Jeakson Singh Key to East Bengal's Victory in Upcoming Derby Against Mohun Bagan

আগামী শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। অমীমাংসিত ফলাফলে মহামেডান ম্যাচ শেষ করার পর ঘরের মাঠে এই ম্যাচে পুরো পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। সেইমতো গত সপ্তাহের শেষের দিক থেকেই অনুশীলন শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। নয়া কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে বর্তমানে জোরকদমে অনুশীলন চালাচ্ছে গোটা দল। জাতীয় বিরতির পর এই ম্যাচ জিতে ছন্দে ফেরাই অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গলের।

Also Read |  খাতা খুলল কেকেআর, আইআরকে দলে টানতে ঘাম ছুটল নাইটদের !

   

তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তার উপরে গত ম্যাচে জোড়া লাল কার্ড দেখার দরুন এবার খেলতে পারবেন না দলের দুই ভরসাযোগ্য উইঙ্গার। নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার সেকার। সেক্ষেত্রে দলের তরুণ ফুটবলারদের উপরেই বাড়তি ভরসা রাখতে হবে স্প্যানিশ কোচকে। সেজন্য সবদিক মাথায় রেখেই অনুশীলন চালাচ্ছেন অস্কার। তবে জাতীয় শিবিরের দায়িত্ব পালন করার দরুন দুই তারকা ফুটবলার তথা আনোয়ার আলি এবং জিকসনকে (Jeakson Singh) বাড়তি কিছুদিন ছুটি দিয়েছিলেন লাল-হলুদ কোচ।

Also Read |  Ravichandran Ashwin : জানলে চমকে উঠবেন পুরানো দলে ফিরতে কত টাকা পেলেন অশ্বিন

সেই অনুযায়ী আগামী সোমবার শহরে এসে মঙ্গলবার থেকেই অনুশীলনে যোগদান করার পরিকল্পনা ছিল জাতীয় দলের এই দুই তারকা ফুটবলারের। কিন্তু এখনই বাড়তি ছুটি নিতে নারাজ জিকসন সিং। তাই নির্ধারিত দিনের বেশকিছু সময় আগেই এবার চলেছেন শহরে। দ্রুত অনুশীলনে নেমে দলকে আইএসএলের জয়ের সরণিতে ফিরিয়ে আনাই অন্যতম লক্ষ্য এই ভারতীয় মিডফিল্ডারের। এই প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” এখন ছুটি কাটাতে চাই না। এখন খেলতে হবে। তাই চলে এসেছি। ছুটি তো পরেও পাওয়া যাবে।”

Also Read |  Mohammed Shami : গুজরাট থেকে শামিকে ছিনিয়ে নিল সানরাইজার্স

জিকসনের এমন মন্তব্য সহজেই মন জয় করেছে ইস্টবেঙ্গল সমর্থকদের। গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার প্রথম থেকেই ছন্দে ফেরার লক্ষ্য ছিল লাল-হলুদ ব্রিগেডের। কিন্তু সেটা সম্ভব হয়নি। তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে পরাজিত হতে হয়েছে টানা তিনটি ম্যাচ। তারপর অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ থেকে শুরু করে বর্তমানের অস্কার ব্রুজন‌‌‌। দায়িত্ব বদল হলেও বদলায়নি দলের পরিস্থিতি। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড।