Mumbai City FC: নতুন সিজনেও মুম্বই সিটি এফসিতে থাকবেন জয়েশ রানে

   আসন্ন আইএসএল মরশুমের জন্য আরো শক্তিশালী দল তৈরির ভাবনা রয়েছে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। তার জন্য বিদেশী ফুটবলারদের পাশাপাশি স্বদেশী ব্রিগেড ও…

Jayesh Rane
  

আসন্ন আইএসএল মরশুমের জন্য আরো শক্তিশালী দল তৈরির ভাবনা রয়েছে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। তার জন্য বিদেশী ফুটবলারদের পাশাপাশি স্বদেশী ব্রিগেড ও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে গতবারের আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। তাই বিনীত রাই থেকে শুরু করে গুরকিয়াত সিং, মহম্মদ নাওয়াজ, নওচা সিং সহ আরো একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে পেট্রো ক্র্যাটকির ফুটবল ক্লাব। তার বদলে নতুন করে সেজে উঠছে মুম্বাই। বিশেষ করে তারুণ্যের উপর ভিত্তি করে নিজেদের স্কোয়াড নির্মাণ করছে সিটি ম্যানেজমেন্ট।

তবে শুধু নতুন ফুটবলারদের সাইন করানোই নয়, নিজেদের কয়েকজন ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাবের। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল জয়েশ রানের নাম। গত মরশুমে লোন ডিলের মাধ্যমে বেঙ্গালুরু থেকে আসেন ক্র্যাটকির ফুটবল দলে। এখানে একাধিক ফুটবল ম্যাচ খেলেন এই ভারতীয় মিডফিল্ডার। এমনকি দলের হয়ে দুইটি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এমনকি শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টসের বিপক্ষে ফাইনাল ম্যাচেও খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে।

   

এবার তার সঙ্গেই একটি মরশুমের জন্য চুক্তি বাড়িয়ে নিল রনবীর কাপুরের ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এই প্রসঙ্গে জয়েশ বলেন, এটি আমার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মুহূর্ত। নিজের শহরের ক্লাবের সঙ্গে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়া। মুম্বাই নিবাসী হয়ে নিজের শহরের ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের বিষয়। আমার উপর আস্থা রাখার জন্য দলের কোচ পেট্রো ক্র্যাটকি ও ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি, নতুন সিজনে দলের হয়ে আরো একাধিক ট্রফি জিততে পারবো।