ভারতীয় দলের হয়ে খেলা সবারই স্বপ্ন। কিন্তু খুব কম খেলোয়াড়ই ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে থাকেন। টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় জয়দেব উনাদকাট ২০২৩ সালের জুলাইয়ে ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এবার সুযোগ পাননি। শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিলেন জয়দেব উনাদকাট।
এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের ক্লাব সাসেক্সের হয়ে শেষ পাঁচটি ম্যাচ খেলবেন ভারতীয় ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। ইংল্যান্ডের মাটিতে খেলতে দেখা যাবে তাঁকে। গত মরসুমে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন ৩২ বছর বয়সী উনাদকাট। গত মরসুমে উনাদকাট দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন। এবারেও ইংল্যান্ডের ক্লাব সাসেক্সের হয়ে ভালো কিছু করে দেখানোর ব্যাপারে তিনি বদ্ধপরিকর।
Jaydev Unadkat to return to Sussex for Final matches of county championship#Countycricket#ECB #countychampionship#jaydevunadkat#saurashtra pic.twitter.com/rMwzzRqmPN
— Cricket4U (@Imshrutiverm) March 19, 2024
জয়দেব উনাদকাট বলেছেন, ‘গত মরসুমে শেষ দিনে লেস্টারশায়ারের বিপক্ষে আমরা রোমাঞ্চকর জয় পেয়েছিলাম। প্রথম মরসুমে আমার পারফরম্যান্স ভালো ছিল এবং আমি আবার আমার কাউন্টি দলে যোগ দিতে আগ্রহী।’ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন উনাদকাট।
২০১০ সালে ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয় জয়দেব উনাদকাটের। কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা ধরে রাখতে পারেননি তিনি। ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৪ টেস্টে ৩ উইকেট নিয়েছেন। টিম ইন্ডিয়ার হয়ে ৮ টি ওয়ানডেতে ৯ টি উইকেট ও ১০ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪ উইকেট রয়েছে তাঁর নামে। উনাদকাটের নেতৃত্বে ২০১৯-২০ সালে রঞ্জি ট্রফি খেতাব জিতেছিল সৌরাষ্ট্র।