দেশের জার্সিতে দীর্ঘ ১২ বছর পর টেস্ট খেলেছেন সদ্য। নজির গড়েছেন। এবার ফিরেছেন দেশে। খেলছেন রঞ্জি ট্রফি। বিপক্ষ দিল্লি। আর সেখানে নেমেই তিনি আগুন ঝরালেন। তিনি জয়দেব উনাদকট (Jaydev Unadkat)।
মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলা শুরু হয়। আর প্রথম দিনের প্রথম ওভারেই চমক। চমকে দেন জয়দেব।এই তারকা পেসার হ্যাটট্রিক করেন সৌরাষ্ট্রের হয়ে।
তিনি প্রথম ওভারেই ফিরিয়ে দেন দিল্লির ওপেনার ধ্রুব শোরে অধিনায়ক যশ ধুলকে, মাঝে ফেরান বৈভব রাওয়ালকে। পরপর তিন বলে আউট তিন জন। হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জয়দেব উনাদকট।
এখানে থেমে থাকেননি। ফের উইকেট নেন পরের ওভারে এসেও। অর্থাৎ ম্যাচের তৃতীয় ওভারে। প্রথম ওভারে তিনি উইকেট নিয়েছিলেন প্রথম ওভারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে। এরপরে আরও চমক বাকি ছিল। হ্যাটট্রিক করার পরের ওভারে উনাদকট আরও দুটি উইকেট নেন।
জন্টি সিধু ও ললিত যাদবকে এরপর আউট করেন জয়দেব। ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত পাঁচ উইকেটের মাইলস্টোন গড়ে ফেলেন উনাদকট। তখন দিল্লির স্কোর ৫ রানে ৬ উইকেট। উনাদকট ছাড়া উইকেট নেন চিরাগ জানি। দিল্লির পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। এখনও পর্যন্ত একমাত্র ব্যাটে রান করেছেন জন্টি সিধু (৪)। বাকিরা সবাই শূন্য।