Jayant Yadav: টি২০ বিশ্বকাপের আগে ৫ উইকেট নিয়ে জাতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার জয়ন্ত

ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকা অফ স্পিনার জয়ন্ত যাদব এখন রঞ্জি ট্রফিতে ক্ষমতা প্রদর্শন করছেন। জয়ন্ত ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন যাতে নির্বাচকদের আবার তার দিকে…

Jayant Yadav

ভারতীয় ক্রিকেট দলের বাইরে থাকা অফ স্পিনার জয়ন্ত যাদব এখন রঞ্জি ট্রফিতে ক্ষমতা প্রদর্শন করছেন। জয়ন্ত ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন যাতে নির্বাচকদের আবার তার দিকে তাকাতে হয়।

Advertisements

হরিয়ানার হয়ে জয়ন্ত যাদব সৌরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ-এ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। এর ফলে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায়। অফ স্পিনার জয়ন্ত যাদবের পাঁচ উইকেটের সাহায্যে হরিয়ানা রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এ ম্যাচের প্রথম দিনে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসকে ৫৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে দেয়। জয়ন্ত ১৬ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে সৌরাষ্ট্রের মিডল অর্ডারকে ধ্বংস করে দেন একার হাতে। এর আগে টপ অর্ডারব্যাটসম্যান হারভিক দেশাই (১৫), স্নেল প্যাটেল (১ রান) ও শেলডন জ্যাকসন (১ রান)- রা ফিরে যান প্যাভিলিয়নে।

বিজ্ঞাপন

গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করা অভিজ্ঞ চেতেশ্বর পূজারা ১০০ বলে ৪৯ রান করে সৌরাষ্ট্রের সর্বোচ্চ স্কোরার ছিলেন। জবাবে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত এক উইকেটে ১২২ রান করে নিজেদের অবস্থান মজবুত করে হরিয়ানা। ক্রিজে ছিলেন অঙ্কিত কুমার ও হিমাংশু রানা যথাক্রমে ৬৮ ও ৩৮ রান। অঙ্কিত এখন পর্যন্ত ৯৯ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

জয়ন্ত যাদব সর্বশেষ ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন। তারপর থেকে তিনি ভারতের টেস্ট দলের অংশ ছিলেন না। তবে তার টেস্ট ক্যারিয়ার খুব বেশি দিন হয়নি। ভারতের হয়ে মোট ৬টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলিতে তিনি ১৬ টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। এক সেঞ্চুরি ও অর্ধশতকও তার নামে রয়েছে। ওয়ানডেতে ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এর মধ্যে মাত্র ১ টি উইকেট এসেছে তার অ্যাকাউন্টে। একই সঙ্গে আইপিএলে ২০ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি।