ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে হারের পর ভারতীয় দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup) পাখির চোখ করেছে। জুনে শুরু হতে চলা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট অংশ নিতে যাচ্ছে ১৬টি দল। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ সফরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে তার আগে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন খেলোয়াড়কে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে।
বিসিসিআই সচিব জয় শাহ আরও একবার অধিনায়ক রোহিত শর্মার প্রতি আস্থা প্রকাশ করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর নেতৃত্ব দেওয়ার জন্য। জয় শাহ বলেছেন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। জয় শাহ বলেন, ‘টানা ১০টি জয় পাওয়ার পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল জিততে না পারলেও আমরা কোটি কোটি মানুষের মন জয় করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, রোহিত শর্মার অধিনায়কত্বে আমরা অবশ্যই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে ধরব।’
This is the video of Jay Shah where he is saying about wc and Rohit Sharma. #RohitSharma pic.twitter.com/MQmHjEMyao
— Ankur (@ankurumm) February 14, 2024
জয় শাহের এই বক্তব্যের পরেই স্পষ্ট হয়ে গিয়েছে যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে দেখা যাবে। ২০২২ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল ভারত। সেই সময় সেমিফাইনালে উঠে বিদায় নিয়েছিল ভারত। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
প্রবীণ ক্রিকেট প্রশাসক তথা প্রথম শ্রেণির প্রাক্তন ক্রিকেটার নিরঞ্জন শাহের নামে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। ভারত ও ইংল্যান্ড টেস্টের একদিন আগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।