নয়া সিজনে কোথায় যোগদান করতে পারেন সিভেরিও ?

খালিদ জামিলের তত্ত্বাবধানে জয় দিয়েই গত আইএসএল শুরু করেছিল জামশেদপুর এফসি। প্রথমেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। এক কথায় যা প্রতিপক্ষ দল…

Javier Siverio

খালিদ জামিলের তত্ত্বাবধানে জয় দিয়েই গত আইএসএল শুরু করেছিল জামশেদপুর এফসি। প্রথমেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। এক কথায় যা প্রতিপক্ষ দল গুলির কাছে ছিল বড় ধাক্কা। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল বেশ কিছুটা নিচে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকাশ। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল জর্ডান মারিরা।

তারপর অনায়াসেই জয় এসেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। সহজেই দল চলে গিয়েছিল সুপার সিক্সে।
হুয়ান পেট্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। কিন্তু সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। আপুইয়ার গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু।

   

শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল জামশেদপুর। তারপর কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি। তিনটি গোলের ব্যবধানে তাঁদের পরাজিত করেছিল এফসি গোয়া। কিন্তু তবুও নয়া সিজনে এই ভারতীয় কোচের উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এবার ও গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁর পছন্দকেই। সেই অনুযায়ী নয়া সিজনে জাভিয়ের সিভেরিও টোরোকে (Javier Siverio) আর দলে রাখতে আগ্ৰহী ছিলেন খালিদ। সেই অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যায় এই স্প্যানিশ ফুটবলারকে রিলিজ করার কথা নিজেদের সোশ্যাল সাইট থেকে জানিয়ে দিয়েছিল একবারের শিল্ড জয়ীরা। বিশেষ সূত্র মারফত খবর নয়া ফুটবল সিজনে ও আইএসএল খেলবেন এই স্প্যানিশ তারকা।

Advertisements

সেক্ষেত্রে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে গতবারের সুপার কাপ জয়ীরা। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সিভেরিওর যোগদানের কথা ঘোষণা করা হবে তাঁদের তরফে। সেক্ষেত্রে হায়দরাবাদ এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের পর ফের একই সাথে খেলতে দেখা যেতে পারে বোরহা হেরেরা এবং জাভিয়ের সিভেরিও টোরোকে। তাঁদের যুগলবন্দী অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের আপফ্রন্টকে।