
একটা সময় হায়দরাবাদ এফসিতে যোগদানের মধ্য দিয়ে ভারতে (Javier Siverio move to Cyprus)এসেছিলেন জাভিয়ের সিভেরিও টোরো। সেই সময় কোচ মানোলো মার্কেজের তত্ত্বাবধানে সেবার ইন্ডিয়ান সুপার লিগ জয় করেছিল হায়দরাবাদ। যদিও পরবর্তী সময় থেকেই আর্থিক অবস্থায় অবনতি ঘটতে শুরু করেছিল ব্যাপকভাবে।
স্বাভাবিকভাবে দল ছেড়ে অন্যত্র যোগ দিয়েছিলেন বহু ফুটবলার সহ দলের কোচ। সেই সময় এই দাপুটে ফরোয়ার্ডের উপর ভরসা রেখেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলাবাহুল্য, নিজের সেরা ছন্দ এখানে বজায় রাখতে না পারলেও দলকে সুপার কাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
জাগো মা গেয়ে আক্রান্ত লগ্নজিতা! প্রতিবাদে নারাজ বাংলাপক্ষ
যদিও গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে লোন চুক্তিতে জামশেদপুর এফসিতে পাঠিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেখানে খেলেছেন বাকি সিজনটা। কিন্তু পরবর্তীতে আর তাঁকে রাখতে আগ্রহী ছিল না জামশেদপুর এফসি। সেই অনুযায়ী এই স্প্যানিশ ফুটবলারকে রিলিজ করার কথা নিজেদের সোশ্যাল সাইট থেকে জানিয়ে দিয়েছিল একবারের শিল্ড জয়ীরা।
তখন থেকেই শোনা যাচ্ছিল যে নয়া ফুটবল সিজনে ও আইএসএল খেলবেন এই স্প্যানিশ তারকা। সেক্ষেত্রে তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল মানোলো মার্কেজের এফসি গোয়া। সেইমতো তাঁর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল দুইবারের সুপার কাপ জয়ীরা।
যেমন পরিকল্পনা তেমন কাজ। এই সিজনের শুরুতেই তাঁকে দলে টানার কথা জানিয়ে দেয় এফসি গোয়া। বলাবাহুল্য এবারে এই দলের হয়েই জিতেছেন সুপার কাপ। কিন্তু বিশেষ সূত্র মারফত খবর, নতুন বছরে আর হয়তো গোয়ায় থাকবেন না জাভিয়ের সিভেরিও টোরো।
অবাক লাগলেও এটাই সত্যি। জনপ্রিয় মাধ্যম সূত্রে খবর, এক্ষেত্রে ভারত ছেড়ে সাইপ্রাসের কোনও দলে যোগ দেবেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে গোটা বিষয়টি। এখন সেদিকেই নজর থাকবে সকলের।
তবে এমন সিদ্ধান্তে খুব একটা অবাক নন মানোলো। একটি জনপ্রিয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ আমি সিভেরিওর সিদ্ধান্তে খুব একটা অবাক হইনি। সবাই পেশাদার ফুটবলার। সবাইকে নিজেদের খেলাটা চালিয়ে যেতে হয়। তবে এটা সত্যিই যে ভারতীয় খেলোয়াড়দের বিদেশে যাওয়া কঠিন। তবে আগামী দিনে ভারত থেকে অন্যত্র যেতে পারেন বহু ফুটবলার।’










