Jamshedpur FC: ইস্টবেঙ্গল বাতিল ‘অ্যাটাকিং স্ট্রাইকার’-কে ধরে রাখল জামশেদপুর

স্প্যানিশ স্ট্রাইকার জাভি সিভেরিওর (Javier Siverio) মেয়াদ বাড়িয়েছে জামশেদপুর ফুটবল ক্লাব (Jamshedpur FC)। ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর জানুয়ারিতে মেন…

Javier Siverio

স্প্যানিশ স্ট্রাইকার জাভি সিভেরিওর (Javier Siverio) মেয়াদ বাড়িয়েছে জামশেদপুর ফুটবল ক্লাব (Jamshedpur FC)। ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর জানুয়ারিতে মেন অব স্টিলে যোগ দিয়েছিলেন। দুটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন। জামশেদপুর এফসির হয়ে মাত্র আটটি ম্যাচ খেলে ৩ গোল করেছিলেন।

Mohun Bagan: কাউকোর বদলে মোহনবাগানে ডেল পোজো?

সিভেরিও এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। জামশেদপুর এফসির সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর স্প্যানিশ ফুটবলার বলেছেন, ‘ক্লাব ও প্রধান কোচ খালিদ জামিল আমার ওপর আস্থা রেখেছে এবং আমাকে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ দিয়েছে। গত মরসুমে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম। আমাদের যা দল ছিল তার ভিত্তিতে পয়েন্ট টেবিলে আমাদের আরও ভাল অবস্থানে থাকা উচিৎ ছিল।

‘এই মরসুমে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। মরসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ক্লাবের হয়েই খেলতে চলেছি। এখানে থাকা সব সময়ই আমার প্রথম পছন্দ ছিল। সমর্থকদের গর্বিত করতে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য। বিশ্বাস করি সমর্থকরা আরও বেশি সংখ্যায় মাঠে আসবেন। আমাদের অবশ্যই ঘরের মাঠে আরও শক্তিশালী হতে হবে এবং এর জন্য সমর্থকদের অকুণ্ঠ সমর্থন প্রয়োজন।’

 

Advertisements

Prabir Das: কোন দলে থাকছেন প্রবীর? মিলল বড় আপডেট

দলের প্রধান কোচ খালিদ জামিল বলেছেন, ‘সিভেরিও একজন অ্যাটাকিং স্ট্রাইকার যে আমার খেলার স্টাইলকে পুরোপুরি পরিপূরক করে। সিভেরিও হাই-প্রেসিং ফুটবল খেলার ব্যাপারে আমাদের সাহায্য করবে এবং ও এরিয়াল ডুয়েলে দক্ষ। দলের সঙ্গে নিজেকে ভালভাবে মানিয়ে নিতে পারবে। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চার বছরের অভিজ্ঞতার সঙ্গে ভারতের খেলার পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। সিঙ্গেল স্ট্রাইকারের পাশাপাশি দ্বিতীয় স্ট্রাইকার হিসাবে খেলতে সক্ষম।’