মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) আসতে পারেন নতুন বিদেশি ফুটবলার। জনি কাউকো পরের সিজনেও বাগানে থাকবেন কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। একাধিক টুর্নামেন্টে খেলতে চলেছে বাগান। ইন্ডিয়ান সুপার লিগ কাপের পাশাপাশি সিনিয়র দলের ফুটবলারদের ঝাঁপাতে হবে লিগ শিল্ড, এশিয়ান টুর্নামেন্টের জন্য খেলতে হবে পুরো দমে।
Mohun Bagan: সাহাল-থাপা-আপুইয়া! কাঁপুনি ধরাবে মোহনবাগানের এই মাঝমাঠ
ভাল ফলাফল করার জন্য ভাল স্কোয়াড দরকার। আশা করা হচ্ছে এবারেও বিদেশি ফুটবলার সই করানোর ব্যাপারে চমক দিতে পারে বাগান। কিন্তু সুপার জায়ান্ট কোন কোন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপফ্রন্টে নিশ্চিত জেমি ম্যাকলারেন। মাঝমাঠে কে?
মোহনবাগান সুপার জায়ান্টের দল গঠন সম্পর্কিত জল্পনায় উঠে এসেছে হাইপ্রোফাইল স্প্যানিশ ফুটবলার জাভি মার্টিনেজের (Javi Martinez) নাম। কে এই জাভি মার্টিনেজ?
Roy Krishna নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন
জাভি মার্টিনেজ বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন আড়াইশোর বেশি ম্যাচ (২০১২-২০২১)। ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন। দু’বার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (২০১২-১৩, ২০১৯-২০)। বায়ার্নের হয়ে বুন্দেশলিগা সেরা হয়েছেন টানা ৯ বার। এছাড়াও ক্লাব ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি। স্পেনের হয়ে জিতেছেন ২০১০ ফিফা বিশ্বকাপ। কাতারের ক্লাবের হয়ে সত্তরের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এখন তাঁর বয়স ৩৫। জাভি মার্টিনেজ কি মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে চলেছেন? সেটা নিশ্চিত নয়। আপাতত অপেক্ষা।