স্পেনের ক্লাবে যোগদান করলেন জাভি হার্নান্দেজ

ইন্ডিয়ান সুপার লিগ এখন অতীত। এবার নিজের দেশেই ফিরে গেলেন জাভি হার্নান্দেজ‌ (Javi Hernandez)। গত সোমবার স্পেনের চতুর্থ ডিভিশনের ফুটবল ক্লাব রিয়াল সোসিয়েদাদ দেপোর্তিভা আলকালায়…

Spanish Footballer Javi Hernandez to Leave Bengaluru FC for Jamshedpur FC"

ইন্ডিয়ান সুপার লিগ এখন অতীত। এবার নিজের দেশেই ফিরে গেলেন জাভি হার্নান্দেজ‌ (Javi Hernandez)। গত সোমবার স্পেনের চতুর্থ ডিভিশনের ফুটবল ক্লাব রিয়াল সোসিয়েদাদ দেপোর্তিভা আলকালায় যোগদান করেছেন এই হাইপ্রোফাইল মিডফিল্ডার। আগামী বছরের ৩০শে জুন পর্যন্ত অর্থাৎ এক বছরের চুক্তিতে সেই দলে সই করেছেন তিনি। গত সিজনে খালিদ জামিলের শক্তিশালী ফুটবল ক্লাব জামশেদপুর এফসির হয়ে আইএসএল খেলেছিলেন এই স্প্যানিশ। মোট ২৩ টি ম্যাচ খেলে ৭টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট ছিল জাভির।

এমন পারফরম্যান্সের দিকে নজর রেখেই নয়া সিজনে তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল একাধিক ফুটবল ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশেই ফিরে গেলেন জাভি হার্নান্দেজ‌। বলাবাহুল্য, আগের সিজনে জামশেদপুর এফসির দাপুটে পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি কলিঙ্গ সুপার কাপে ও যথেষ্ট সক্রিয়তা ছিল এই ফুটবলারের। কিন্তু এবার নিজের দেশের ক্লাবেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট পরিচিত বছর ছত্রিশের এই মিডফিল্ডার। তবে শুধুমাত্র জামশেদপুর নয়, খেলেছেন ভারতের একাধিক ফুটবল ক্লাবে।

   

গত ২০১৯-২০২০ মরসুমে প্রথমবারের জন্য আইএসএল খেলতে এসেছিলেন স্পেনের এই তারকা। যোগদান করেছিলেন এটিকে ফুটবল দলে। তারপর সংযুক্তিকরণের পর এটিকে মোহন‌বাগান দলের হয়ে ও খেলেছিলেন দাপটের সাথে। পরবর্তীতে একটি মরসুমের জন্য কলকাতার এই দল ছেড়ে চলে গিয়েছিলেন ওডিশা এফসিতে। তারপর জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব ছেড়ে চলে যান সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিতে। সেখানে খেলেছেন প্রায় দুইটি মরসুম। তারপরেই এই তারকা ফুটবলারকে দলে টেনেছিল জামশেদপুর।

Advertisements

ভালো পারফরম্যান্স করার পর তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। এবার ফিরলেন নিজের দেশে। গতবারের মতো আসন্ন ফুটবল সিজনে ও নিজেকে মেলে ধরতে চান আপফ্রন্টের এই ফুটবলার।