Javed Miandad: রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

javed miandad

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের (Javed Miandad) কথা প্রত্যেক ক্রিকেট প্রেমী জানেন। পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্রিকেট ক্যারিয়ারে অনেক ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন তিনি। এ কারণেই প্রতিবেশী দেশের পাশাপাশি ভারতীয় ভক্তরাও তাকে সম্মান করে, কিন্তু বর্তমান সময়ে তিনি যেভাবে কথা বলছেন, তাতে প্রবল হচ্ছে বিতর্ক।

৬৬ বছর বয়সী এই প্রেক্রন ক্রিকেটার প্রায়ই ভারতের বিপক্ষে কথা বলছেন। এই কারণে ভারতে তার জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। প্রাক্তন ক্রিকেটারের একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে বিতর্কিত কথা বলতে দেখা যায়। মিয়াঁদাদের এই কথার সঙ্গে সঙ্গে ভারতীয় ভক্তদের ক্ষোভ সপ্তমে পৌঁছেছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে রাম মন্দির মামলা নিয়ে নিজের মতামত প্রকাশ করতে শোনা যায়। তিনি বলেন, ‘যে কেউ রাম মন্দিরে যাবে, সে মুসলিম হিসেবেই বেরিয়ে আসবে। ‘

   

তিনি বলেন, ‘মোদী সাহেব খুব ভালো কাজ করেছেন। তার কাজ ভারতের জন্য ভাল, কিন্তু তার কাজের সঙ্গে আমাদের কী করার আছে? তারা একটি মসজিদকে মন্দিরে পরিণত করেছে।’ মিয়াঁদাদের এই বক্তব্য ভারতীয় ভক্তদের পছন্দ হয়নি। মন্তব্য করে নিজের হতাশা প্রকাশ করছেন তিনি। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি এভাবে কথা বলছেন! ক্রিকেট প্রেমীরা আশা করেননি যে মিয়াঁদাদ এমন মন্তব্য করবেন। আরেক জন ভক্ত নিজের মতামত ব্যক্ত করে লিখেছেন, ‘সে রমিজ রাজা হোক বা জাভেদ মিয়াঁদাদ। তাদের সবারই মানসিক চিকিৎসা প্রয়োজন। ‘

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন