ম্যানচেস্টারেই শেষ টেস্ট! তারকা ক্রিকেটারের অবসর ঘিরে তুঙ্গে জল্পনা

ম্যানচেস্টারে (Manchester Test) ভারত-ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে বোলিং বিভাগের অন্যতম প্রধান অস্ত্র জসপ্রীত…

Jasprit Bumrah New Record in Australia

ম্যানচেস্টারে (Manchester Test) ভারত-ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে বোলিং বিভাগের অন্যতম প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ছন্দহীন বোলিং নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। তার গতি, উইকেট নেওয়ার সামর্থ্য সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে স্পষ্ট ভাটা। আর এই পরিস্থিতিতেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) এক ভিডিওতে তুলে ধরেছেন এক গুরুতর আশঙ্কা, টেস্ট ক্রিকেট থেকে বুমরাহর অবসর?

Advertisements

চতুর্থ টেস্টের তৃতীয় দিন বুমরাহর বোলিং ছিল একেবারেই নিষ্প্রভ। যেখানে তিনি সাধারণত ঘণ্টায় ১৪০–১৪৫ কিলোমিটার গতিতে বল করে থাকেন, সেখানে তাঁর গতিবেগ নেমে এসেছে ১২৫ থেকে ১৩০ কিলোমিটারে। এই গতি ভারতের তারকা পেসারের জন্য একেবারেই অস্বাভাবিক। তাছাড়া, বুমরাহর সেই জোরালো ইয়র্কার কিংবা ব্যাক-অফ-দ্য-লেন্থ ডেলিভারিগুলিও কার্যকরভাবে কাজে লাগেনি।

   

২৮ ওভার বল করে মাত্র ৯৫ রান খরচে একটিমাত্র উইকেট শিকার করেছেন তিনি। এমন পারফরম্যান্স বুমরাহর মতো মানের পেসারের কাছে অপ্রত্যাশিত বলেই মানছেন ক্রিকেট বিশ্লেষকরা।

টেস্ট ম্যাচ চলাকালীনই কাইফ একটি ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি বলেন,
“আমার মনে হচ্ছে, আগামীদিনে হয়তো আর জসপ্রীত বুমরাহকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে না। নিজের শরীর নিয়ে সে লড়াই করছে। যদি মনে করে, আর ১০০ শতাংশ দিতে পারছে না, তাহলে নিজেই অবসর নিতে পারে।”

সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই বলছেন, বুমরাহর উপর এত চাপ তৈরি করা উচিত নয়। একজন পেসার হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে ধারাবাহিকভাবে অবদান রেখেছেন। অন্যদিকে, কেউ কেউ কাইফের বক্তব্যে একমত—তাঁদের মতে, যদি শরীর আর সাপোর্ট না করে, তাহলে বুমরাহর উচিত সীমিত ওভারের ক্রিকেটেই মনোনিবেশ করা।

উল্লেখযোগ্যভাবে, বুমরাহ বিগত বছরগুলিতে একাধিকবার চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। পিঠের সমস্যায় ভুগে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে ফিরে এলেও, লাল বলের ক্রিকেটে তার আগের ধার আর দেখা যাচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের।

বুমরাহর ছন্দহীনতা যেন ভারতীয় বোলিং ইউনিটের প্রতিচ্ছবি। মহম্মদ সিরাজও এই ম্যাচে তেমনভাবে উইকেট তুলতে পারেননি। ইংল্যান্ডের ব্যাটাররা অনায়াসে রানের পাহাড় গড়ে তুলছেন, আর ভারতীয় বোলাররা খুঁজে চলেছেন ছন্দ। প্রশ্ন উঠছে, আগামী সিরিজগুলিতে ভারতের পেস অ্যাটাক কীভাবে নিজেদের পুনর্গঠিত করবে?

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এখনও পর্যন্ত বুমরাহর টেস্ট থেকে অবসর নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি বুমরাহ সত্যিই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান, তবে তা ভারতের জন্য বিশাল ধাক্কা হতে চলেছে। সেইসঙ্গে উঠবে নতুন পেসারদের সুযোগ দেওয়ার প্রশ্নও।